Logo

আন্তর্জাতিক    >>   কাশ্মীরে অভিযানকালে ভারতীয় সেনাসদস্য নিহত

কাশ্মীরে অভিযানকালে  ভারতীয় সেনাসদস্য নিহত

কাশ্মীরে অভিযানকালে ভারতীয় সেনাসদস্য নিহত

Progga News Desk:

ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলার সঙ্গে জড়িতদের ধরতে কাশ্মীরজুড়ে চিরুনি অভিযান চলছে।

আজ বৃহস্পতিবার সকালে খবর আসে জম্মু ও কাশ্মীরের উধমপুরের বসন্ত গড় এলাকার জঙ্গলে কিছু অস্ত্রধারী আত্মগোপন করে আছে। খবর পেয়ে কাশ্মীরের সেনা ও পুলিশের গড়া যৌথ বাহিনী আজ সকালে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আত্মগোপনে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঝন্টু আলি শেখ নামে ভারতীয় এক সেনাসদস্য।

সেখান থেকে ঝন্টুকে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঝন্টু শেখ ছিলেন জঙ্গলযুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা কমান্ডো। তাঁর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্টের পাথরঘাটা এলাকায়।

ঝন্টু শেখরা তিন ভাই। ঝন্টু ও তাঁর বড় ভাই সেনাবাহিনীতে কর্মরত। বড় ভাই রফিকুল শেখ কাশ্মীরের অন্য এলাকায় কর্মরত। ঝন্টুর স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর পরিবার থাকে আগ্রায়। ঝন্টুর মৃত্যুসংবাদ জানান তাঁর বড় ভাই রফিকুল শেখ।

ঝন্টুর মৃত্যুর ঘটনা শোনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন ঝন্টুর পরিবারের সঙ্গে। বলেছেন, তাঁর দেহ গ্রামের বাড়িতে আনার জন্য ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ঝন্টুর পরিবারও আজ বলেছে, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। মুসলিম বলে তারা ঝন্টুকে ছেড়ে দেয়নি।