
পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান
Progga News Desk:
কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় পর্যটক হত্যাকাণ্ডের ঘটনায় মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে ভারত এবং পাকিস্তান। এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত সরকার। এ নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্ক অতীতে যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।
এর প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। এরই মধ্যে খবর এসেছে, ভারতে পাকিস্তানি ফ্রাঞ্চাইজি লিগ পিএসএলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ফানকোড নামে একটি স্ট্রিমিং সাইট। এবার নতুন খবর হলো, পিএসএলে সম্প্রচার কার্যক্রমে যে ভারতীয় ক্রু হিসেবে কাজ করছেন, তাদেরকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
যাদেরকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার, তারা পাকিস্তান সুপার লিগে সম্প্রচারের কাজে সরাসরি যুক্ত ছিলেন। এদেরকে ফেরত পাঠানো হলে পুরো পিএসএলই এখন সমস্যার মুখোমুখি হতে পারে। সম্প্রচার জটিলতায় পড়ে যেতে পারে তারা। এসব খবর জানিয়েছে ভারতীয় মিডিয়াগুলো।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, শাহবাজ শরিফ সরকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ‘পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। তাদেরকে ভারতে ফিরে যেতে বলা হয়েছে। তাদের মধ্যে ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ম্যানেজার, ক্যামেরাম্যান রয়েছেন। তারা চলে গেলে লিগের সম্প্রচারে সমস্যা হতে পারে। কারণ, দ্রুত তাদের পরিবর্তনে টেকনিক্যাল লোক বাছাই করা হবে কঠিন।’
তিনি আরও জানিয়েছেন, যতক্ষণ না তারা ভারতে ফিরছেন ততক্ষণ তাদেরকে হোটেলে ছেড়ে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের উপর নজর রাখছেন নিরাপত্তারক্ষীরাও।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছয়জন।
এরই প্রতিবাদে বুধবার রাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সিন্ধু পানিচুক্তি আপাতত স্থগিত রাখছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে। ভারতের এ সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান। রয়টার্স অনুসারে, সিন্ধু পানিচুক্তি নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।
শুধু তাই নয়, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আবার নিজ দেশের ওপর দিয়ে ভারতের বিমান চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। পাকিস্তানকে ব্যবহার করে তৃতীয় কোনো দেশেও বাণিজ্য করতে পারবে না ভারত। পাকিস্তান ওয়াঘা সীমান্তও বন্ধ করে দিয়েছে এরই মধ্যে।