আইপিএল নিলামে ইতালির পেসার টমাস দ্রাকা
- By Jamini Roy --
- 06 November, 2024
ফুটবলে ইতালি যেমন পরাশক্তি, ক্রিকেটে ঠিক তার বিপরীত। বিশ্বকাপে কখনোই অংশ নেয়নি দেশটি, আর টি-টোয়েন্টি ক্রিকেটেও তাদের নাম তেমন উচ্চারিত হয় না। তবে এবার ভিন্ন কারণে ক্রিকেটমহলে আলোচনায় এসেছে ইতালি। সৌদি আরবের জেদ্দায় হতে যাওয়া আইপিএল মেগা নিলামের তালিকায় আছে ইতালির পেসার টমাস দ্রাকার নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রাকা নিয়ে চলছে তুমুল আলোচনা।
২৪ বছর বয়সী দ্রাকা ইতালির হয়ে অভিষেক করেন চলতি বছরের জুনে। প্রথম ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র ৪টি ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেও দ্রাকা খুব পরিচিত মুখ নন; প্রথমবারের মতো কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্রাম্পটন উলভসের হয়ে ৬ ম্যাচে ১১ উইকেট নেন তিনি।
আইপিএলের সঙ্গে দ্রাকার সম্পর্ক নতুন নয়। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের জন্য মুম্বাই ইন্ডিয়ানসের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই এমিরেটস ইতোমধ্যেই তাঁকে দলে ভিড়িয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এই টুর্নামেন্ট শুরু হবে।
এবারের আইপিএল নিলামে ১ হাজার ৫৮৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন, যার মধ্যে ১ হাজার ১৬৫ জন ভারতীয়। ইতালির মতো ক্রিকেটে অখ্যাত দেশের টমাস দ্রাকার নাম এ তালিকায় যুক্ত হওয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তার নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।