খুলনার আলোচিত জাহিদ হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
- By Jamini Roy --
- 28 October, 2024
খুলনার খালিশপুরে আলোচিত জাহিদ হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এই রায় ঘোষণা করেন। মামলার সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছায়েদুল হক শাহিন এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আব্বাস আনসারী, মো. নশু ফরাজী, মো. রিয়াজ, মো. নাদিম ও মো. জব্বার।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর খালিশপুর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা সাব্বির হোসেনের বড় ছেলে জাবেদ চিত্রালী বাজারে যাওয়ার পথে বঙ্গবাসী মোড়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণে জাবেদ গুরুতর আহত হন। হামলার খবর শুনে তার দুই ভাই, সুমন ও জাহিদ ঘটনাস্থলে পৌঁছান। তখন হামলাকারীরা ছোট ভাই সুমনকে জাপটে ধরে এবং মেজো ভাই জাহিদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। জাহিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জাহিদকে মৃত ঘোষণা করেন।
পরদিন জাহিদের ছোট ভাই সুমন ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। প্রায় সাত বছর ১০ মাস পর আজ এই আলোচিত মামলার রায় ঘোষণা করা হলো।