মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৩৪ জন
- By Jamini Roy --
- 28 October, 2024
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী হত্যা মামলার আসামি, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট ৩৪ জনকে আটক করেছে। অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান। তিনি জানান, আটককৃতদের মধ্যে সেনাবাহিনী ১৫ জনকে এবং পুলিশ ১৯ জনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতি এবং হত্যাসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। অপরাধ দমনে এই বিশেষ অভিযানে যৌথ বাহিনী সরাসরি অংশ নেয়। মোহাম্মদপুরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সেলিম, রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম ও সাগরসহ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে এই অভিযানে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেনেভা ক্যাম্পের ২ শীর্ষ মাদক ব্যবসায়ী, ১০ জন ছিনতাইকারী এবং ৭ জন কিশোর গ্যাং সদস্যসহ আরও অনেকে এই অভিযানে গ্রেফতার হয়েছেন। যৌথ বাহিনীর এমন কার্যক্রম মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।