লিভারপুল ও সিটির দুর্দান্ত জয়: চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষকে উড়িয়ে দিল তারা
- By Jamini Roy --
- 24 October, 2024
লিভারপুল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স চালিয়ে যাচ্ছে, যেখানে তারা তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। সর্বশেষে তারা লাইপজিগকে ১-০ গোলে পরাজিত করেছে। ম্যাচটি বুধবার রাতে জার্মানির রেড বুল এরেনায় অনুষ্ঠিত হয়, যেখানে লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন ডারউইন নুনেজ।
লাইপজিগ শুরু থেকেই জয়ের জন্য মরিয়া ছিল এবং বেশ কিছু সুযোগও তৈরি করেছিল। তবে, তারা গোলের দেখা পায়নি। ২৬তম মিনিটে তাদের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। পরক্ষণেই পাল্টা আক্রমণে লিভারপুল এগিয়ে যায়। মোহামেদ সালাহ সতীর্থের ক্রস বক্সে হেড করেন, আর নুনেজ সেই বলটি গোলপোস্টে পাঠিয়ে দেন। প্রথমার্ধে আরও একটি গোলের সুযোগ নষ্ট হয়, যখন ভার্জিল ভ্যান ডাইকের হেড গোলরক্ষক আটকে দেন।
বন্দেসলিগার দল লাইপজিগ ইউরোপ সেরার মঞ্চে তিন ম্যাচ খেলে এখনো জয়হীন।
অন্যদিকে, ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় জয় পেয়েছে। তারা চেক রিপাবলিকের স্পার্তা প্রাগকে ৫-০ গোলে পরাজিত করে। আর্লিং হলান্ড দুই গোল করেন, আর ফিল ফোডেন, জন স্টোনস, ও ম্যাথিউজ নুনেস একটি করে গোল করেন।
সিটির এই জয় তাদের দুই জয় ও এক ড্রয়ের সঙ্গে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নিয়ে এসেছে, যেখানে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাস্টন ভিলা।
লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি উভয়ই চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্ম দেখাচ্ছে, যা ইংলিশ ফুটবলের শক্তিমত্তাকে তুলে ধরছে।