Logo

খেলাধুলা    >>   নেইমারের ফেরা: ব্রাজিলের ফুটবলের জন্য স্বস্তির প্রতীক

নেইমারের ফেরা: ব্রাজিলের ফুটবলের জন্য স্বস্তির প্রতীক

নেইমারের ফেরা: ব্রাজিলের ফুটবলের জন্য স্বস্তির প্রতীক

নেইমার মাঠে ফিরেছেন সোমবার রাতে, যা ফুটবল–বিশ্বের জন্য অত্যন্ত সুখবর। উরুগুয়ের সাবেক ডিফেন্ডার ডিয়েগো লুগানো ইএসপিএনকে জানিয়েছেন, ‘নেইমার যদি তার আগের ফর্মের ৭০–৮০ শতাংশও পুনরুদ্ধার করতে পারে, তবে এটি হবে ফুটবলের অন্যতম সেরা প্রত্যাবর্তন।’ ফুটবল–বিশ্ব অপেক্ষায় আছে পুরোনো নেইমারকে ফেরত পাওয়ার জন্য, বিশেষ করে ২০২৬ বিশ্বকাপে তার পারফরম্যান্সের জন্য। যদিও চোটপ্রবণ নেইমারের সুস্থতা নিয়ে আগামী দুই বছর কোনো নিশ্চয়তা দেওয়া কঠিন।

নেইমারের মাঠে ফেরার খবরে শুধু ফিফা বা সান্তোস নয়, পুরো ফুটবল–বিশ্বই আনন্দিত। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নেইমারের মাঠে ফেরায় সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছে। সিবিএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘নেইমার ব্রাজিলিয়ান ফুটবলের প্রতীক এবং বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করে রাখে।’ তবে এই স্বস্তির আসল কারণ ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। যদিও ব্রাজিলের বিশ্বকাপে খেলার যোগ্যতা নিয়ে বড় শঙ্কা নেই, কিন্তু বর্তমান পারফরম্যান্সে ব্রাজিলকে সেভাবে ছন্দময় মনে হচ্ছে না। নেইমারকে ফেরানোর প্রয়োজন এ কারণেই।

নভেম্বরে ব্রাজিল দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে—ভেনেজুয়েলার বিপক্ষে ১৫ নভেম্বর এবং উরুগুয়ের বিপক্ষে ২০ নভেম্বর। এর আগে আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে এস্তেগলালের বিপক্ষে ৫ নভেম্বর আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। ক্লাবের ম্যাচগুলোকে তিনি জাতীয় দলে ফেরার প্রস্তুতি হিসেবে নিতে পারেন। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও নিশ্চয়ই এ আশা করছেন।

 

ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল কমিটি নেইমারের পুনরুদ্ধারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নেইমারের চিকিৎসা ও অস্ত্রোপচার করেছিলেন এবং তার কাছ থেকে তথ্য নিয়ে টেকনিক্যাল কমিটি নেইমারের বর্তমান অবস্থা যাচাই করছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert