Logo

আন্তর্জাতিক    >>   বিএসএফ সদস্য আটক করেছে পাকিস্তানের রেঞ্জার

বিএসএফ সদস্য আটক করেছে পাকিস্তানের রেঞ্জার

বিএসএফ সদস্য আটক করেছে পাকিস্তানের রেঞ্জার

Progga News Desk:

ডিউটি করার সময় ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে চলে যাওয়ায় এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করেছে পাকিস্তানের রেঞ্জার। আটক হওয়া ব্যক্তির নাম পুর্নম কুমার সাহু। তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার পাঞ্জাবের ভারত-পাক সীমান্ত সংলগ্ন একটি জমির কাছে ১৮২ নম্বর ব্যাটালিয়নের জওয়ান পুর্নম কুমার সাহু টহল দিচ্ছিলেন। সীমান্তে চাষাবাদ করা কৃষকদের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। প্রচণ্ড গরমে একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু খেয়াল করেনি ততক্ষণে তিনি ভুল করে সীমান্ত পার করে ফেলেছে। এরপরই পাক রেঞ্জাররা এসে তাকে আটক করে।

এই ঘটনার পরেই হুগলি জেলার রিষড়া সাহু পরিবারের নেমে আসে চিন্তার ছায়া। তার ফিরে আসার অপেক্ষায় পুরো পরিবার। পরিবারের দাবি, কি অবস্থা আছে তাদের সন্তান কিছুই জানে না তারা।

পুর্নম কুমার সাহু বড় ভাই রাজেশ্বর সাহু জানিয়েছেন, আমরা খবর পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা করছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকেও সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য।

পুর্নম কুমার সাহুর স্ত্রী রজনী সাহু জানিয়েছেন, এর আগে কুম্ভ মেলায় ডিউটিতে ছিলেন তিনি। বাড়িতে ছুটি কাটিয়ে পাঠানকোটে ফিরে যান। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার পর রাতে কথা হয়েছিল। সেই শেষ বার কথা হয়। বুধবার গভীর রাতে আমার স্বামীর এক বন্ধু ফোন করে তার আটক হওয়ার খবরটি দেন।

পুর্নম কুমার সাহু বাবা-মা বলেন, আমার ছেলের এক বন্ধু জওয়ান ফোন করে খবরটি দিয়েছে। সে জানিয়েছে, তার শরীর খারাপ লাগছিল। তাই গাছের নিচে শুয়ে পড়ে। তখন পাকিস্তানের বাহিনী তাকে তুলে নেয়।

পুর্নম কুমার সাহুর বাবা ভোলানাথ সাহু আরও বলেন, আমার সন্তান এখন কোথায় রয়েছে তা জানতে পারিনি। আমার সরকারের কাছে আবেদন ছেলে কোথায়, আমায় বলুক। শুনেছি বর্ডার ক্রস করেছে বলে গ্রেফতার হয়েছে।

তবে এই ঘটনার পরেই রাজ্য বিজেপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলীপ ঘোষ বলেন, যে সব আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার নেই অথবা বেড়া নেই সেখানে টহল দেওয়ার সময় দেখা যায় অনেক সময় ভুল করে অন্য দেশের সীমানায় চলে যায়। সাবধান থাকা উচিত, কারণ এই মুহূর্তে দুই দেশের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে।

দিলীপ ঘোষ আরও বলেন, আমাদের সেনা ও আধা সেনা সব সময় সক্রিয় থাকে। যেভাবে আমাদের বিমান বাহিনীর সদস্য অভিমুন্য ফিরে এসেছিল তাকেও ঠিকভাবে ফিরিয়ে আনবে। সেই বিএসএফের জওয়ানের সঙ্গে পুরো দেশ দাঁড়িয়ে আছে।

বিএসএফের সূত্রে জানা গেছে, আটক হওয়া জওয়ানকে দেশে ফিরেয়ে আনতে পাক সেনাদের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে ভারতীয় সেনা। দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে। ওই জওয়ানকে এখনো দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। কিন্তু তিনি যাতে সুস্থ স্বাভাবিকভাবে দেশে ফিরতে পারেন, ভারতীয় সেনা সেই চেষ্টাই করছে।