Logo

খেলাধুলা    >>   ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে লিভারপুল

Progga News Desk:

লেস্টার সিটির মাঠে গিয়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিলো লিভারপুল। ম্যাচ শেষ হতে যাচ্ছিলো গোলশূন্য ড্র‘তে। কিন্তু ৭৬তম মিনিটে এসে বদলি হিসেবে মাঠে নামা ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডের দুর্দান্ত এক গোলে লেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে দিলো লিভারপুল।

এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে অল রেডরা। আগামী বুধবার যদি ক্রিস্টাল প্যালেসের কাছে আর্সেনাল হেরে যায় কিংবা পরের ম্যাচে লিভারপুল যদি টটেনহ্যামকে হারিয়ে দিতে পারে তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের। শুধু তাই নয়, ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবলে রেকর্ড ২০তম শিরোপা ঘরে তুলবে লিভারপুল।

৩৩ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অল রেডরা। তাদের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে আর্সেনাল। পরের ম্যাচেই মীমাংসা হয়ে যাবে হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগের।

লেস্টার সিটি রয়েছে রেলিগেশনের খাঁড়ায়। ৩৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৯তম স্থানে। লিভারপুলকে হারাতে পারলে হয়তো তাদের রেলিগেশনের অবস্থা থেকে কিছুটা হলেও মুক্তি মিলতো; কিন্তু তা আর হলো না আলেকজান্ডার আরনল্ডের গোলের কারণে।

ম্যাচ শেষে আলেকজান্ডার আরনল্ড বলেন, আমরা শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে। চার ম্যাচ মাঠের বাইরে ছিলেন আরনল্ড। ফিরেই গোল পেলেন, আক্ষেপ ঘুচলো তার। তিনি বলেন, আমি ফিরতে পেরেছি, এ জন্য অনেক খুব খুশি লাগছে।