
৫০ বছর আগের বোতলে যা পাওয়া গেল!
Progga News Desk:
চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামার একটি দ্বীপের সাগরতীর ধরে হেঁটে যাচ্ছিলেন দুই ভাই। তাঁদেরই একজন বালুর নিচে খুঁজে পান একটি বোতল। বোতলটির ভেতরে কাগজে লেখা ছিল কিছু বার্তা। আর ওই বার্তাগুলো লেখা হয়েছিল প্রায় ৫০ বছর আগে।ওই দুই ভাইয়ের নাম ক্লিন্ট বাফিংটন ও ইভান বাফিংটন। সাগরতীরে নানা জিনিসপত্র খুঁজে বের করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। সপ্তাহ কয়েক আগে বোতলটি খুঁজে পান তাঁরা। সাগরের স্রোতে বহুদূর থেকে ভেসে আসা বোতলটি প্রথম খুঁজে পান ইভান বাফিংটন। ক্লিন্ট বলেন, ‘হঠাৎ আমি শুনতে পেলাম, আমার ওয়াকিটকিটি সরব হয়ে উঠল। আর আমার ভাই অনেকটা এমনভাবে বলল, এইমাত্র আমি যা পেয়েছি, তা তুমি বিশ্বাস করতে পারবে না। বালুর নিচে খুঁজে পাওয়া বোতলটি ছিল কোমল পানীয় পেপসির। সেটির ভেতরে শতাধিক বার্তা লেখা ছিল। ১৯৭৬ সালে সেগুলো লিখেছিল ১৪ বছর বয়সী কিশোর পিটার আর টম্পসন। তখন সে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্ট নিউবেরি শহরের একটি স্কুলের ছাত্র। স্কুলে সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করছিল। তার লেখা বার্তা অনুযায়ী, বোতলটি সাগরে ফেলেছিল মার্কিন কোস্টগার্ড।
নানা সূত্র মিলিয়ে বার্তাগুলোর লেখক পিটার আর টম্পসনকে খুঁজে বের করেছেন বাফিংটন ভাইয়েরা। তিনি বেঁচে আছেন। কৈশোর ছাড়িয়ে পিটার এখন প্রৌঢ়। বার্তাগুলোর কথা এখন তাঁর আর মনে নেই। তবে স্কুলে সমুদ্রবিদ্যার ক্লাসগুলো ভালোভাবেই স্মরণ করতে পারেন তিনি। পিটার বলেন, এটি অসাধারণ। প্রায় ৫০ বছর পেরিয়ে গেছে। তাই এটি অবাক হওয়ার মতো।