Logo

আন্তর্জাতিক    >>   ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করেছে ভ্যাটিকান সিটি

ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করেছে ভ্যাটিকান সিটি

ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করেছে ভ্যাটিকান সিটি

Progga News Desk:

ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করেছে ভ্যাটিকান সিটি। ২৬ এপ্রিল, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে জানানো হয়েছে।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ নির্ধারণের জন্য আজ মঙ্গলবার সকালে কার্ডিনালরা বৈঠক করেন। বৈঠক শেষে ভ্যাটিকানের পক্ষ থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করা হয়। বলা হয়, আগামীকাল বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় নেওয়া হবে। সমাহিত না করা পর্যন্ত পোপের মরদেহ সেখানে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
গতকাল সোমবার ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান। তাঁর মরদেহ এখন সেখানেই রাখা আছে। পোপের দায়িত্ব নেওয়ার পর গত ১২ বছর ওই বাসভবনে কাটিয়েছেন ফ্রান্সিস।
রীতি অনুযায়ী, সাধারণত পোপের মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যে অন্ত্যেষ্টিক্রিয়া করতে হয়। সেন্ট পিটার্স স্কয়ারে অন্ত্যেষ্টিক্রিয়া–সংক্রান্ত আনুষ্ঠানিকতাগুলো হয়ে থাকে।
ঐতিহ্যগতভাবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে নানা ধরনের আনুষ্ঠানিকতা হয়ে থাকে। পোপ ফ্রান্সিস গত বছর সাধারণভাবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দিয়েছেন।
এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পোপ যাঁকে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সমাধিস্থলে সমাহিত করা হবে না। বরং রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত হবেন তিনি।
পোপ ফ্রান্সিস তাঁকে একটি সাধারণ কাঠের কফিনে সমাহিত করার অনুরোধ করেছেন। তাঁর পূর্বসূরিদের সাইপ্রেস, সিসা এবং ওক গাছের গাছ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কফিনে সমাহিত করা হয়েছিল।