
সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবানের ১৬ সদস্য নিহত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৬ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিহত হন তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, মিয়ানওয়ালি জেলার মাকারওয়াল এলাকায় পুলিশ-সিটিডির যৌথ অভিযানে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খাইবার-পাখতুনখাওয়ার ওয়াজিরিস্তানে চালানো অভিযানে ৬ জন নিহত হয়েছেন।
মিয়ানওয়ালির জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আখতার ফারুক ও সারগোদা রেঞ্জের কর্মকর্তা (আরপিও) শাহজাদ আসিফ খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। ২০-৩০ জন সন্ত্রাসীর উপস্থিতির খবরের ভিত্তিতে দুই দিন ধরে পাহাড়ি এলাকায় অভিযান চলে। অভিযানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযানে নিহত হয়েছেন সন্ত্রাসী নেতা জাবি উল্লাহ ওরফে জাকরান।
এদিকে যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ। অপরদিকে ১৬ সদস্য নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি টিটিপি।
পাকিস্তানের অনেকগুলো সুন্নি জঙ্গি গোষ্ঠী মিলে টিটিপি গঠন করেছে। তারা সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানের সরকারকে উচ্ছেদ করে দেশটিতে কঠোর শরিয়া শাসন কায়েম করতে চায়। টিটিপি আফগানিস্তানের তালেবান আন্দোলনের অংশ নয়। কিন্তু আফগান তালেবানের প্রতি আনুগত্যের অঙ্গীকার আছে তাদের। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন