Logo

আন্তর্জাতিক    >>   পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এখন কে চালাচ্ছেন ভ্যাটিকান

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এখন কে চালাচ্ছেন ভ্যাটিকান

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এখন কে চালাচ্ছেন ভ্যাটিকান

Progga News Desh:

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন, গতকাল সোমবার মুহূর্তের মধ্যে এ খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ভ্যাটিকান পরিচালিত টেলিভিশন চ্যানেলে তাঁর মৃত্যুর খবর প্রচার করা হয়। আনুষ্ঠানিকভাবে বিশ্ববাসীকে এ খবর জানান কার্ডিনাল কেভিন ফারেল।

কেভিন ফারেল টেলিভিশনের পর্দায় বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, গভীর বেদনার সঙ্গে আমাদের হোলি ফাদার ফ্রান্সিসের মৃত্যুর সংবাদ ঘোষণা করতে হচ্ছে। আজ (সোমবার) সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস ফাদারের কাছে ফিরে গেছেন।’

পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর গতকাল সকালেই আইরিশ-আমেরিকান কার্ডিনাল কেভিন ফারেলকে তাঁর জীবনের অন্যতম বড় একটি দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। সেটা হলো ‘ক্যামেরলেঙ্গো’, অর্থাৎ দায়িত্ব পালনরত অবস্থায় পোপের মৃত্যু কিংবা পদত্যাগের পর যে ব্যক্তি ভ্যাটিকান পরিচালনা করবেন। এখন সেই ভার কার্ডিনাল কেভিন ফারেলের কাঁধে।
এ ভূমিকায় কার্ডিনাল কেভিন ফারেলকে ২০১৯ সালে মনোনীত করে গেছেন পোপ ফ্রান্সিস নিজেই। নিয়ম অনুযায়ী, নতুন পোপ নির্বাচন ও তাঁর দায়িত্ব নেওয়া অবধি ভ্যাটিকান পরিচালনার গুরুভার সামলাবেন কেভিন ফারেল।
কেভিন ফারেলের জন্ম ১৯৪৭ সালে, আয়ারল্যান্ডের ডাবলিনে। ভ্যাটিকান জানিয়েছে, স্পেনের সালামানকা ইউনিভার্সিটি ও ইতালির রোমে পন্তিফিকাল গ্রেগোরিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।

৭৭ বছর বয়সী কার্ডিনাল কেভিন ফারেল জীবনের ৩০ বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে বিভিন্ন গির্জায় দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের ডালাসে তাঁকে বিশপ পদে নিয়োগ করা হয়। ২০১৬ সালে তাঁকে ভ্যাটিকানে আনেন পোপ ফ্রান্সিস। তাঁর পদমর্যাদা কার্ডিনালে উন্নীত করা হয়।
পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় পোপ ফ্রান্সিসকে এ বছরের ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেশ কয়েকবার তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায়। ভ্যাটিকান জানায়, শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ।
ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট ‘দ্য হোলি সি’-এর তথ্যমতে, পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে।

বয়স ও শারীরিক অসুস্থতার কারণে ২০১৩ সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন তিনি।

ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস স্মরণীয় হয়ে থাকবেন। ক্যাথলিক খ্রিষ্টান, নন-ক্যাথলিক খ্রিষ্টান ও অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস।