Logo

আন্তর্জাতিক    >>   যুদ্ধবিরতি লঙ্ঘন: একে অপরকে দোষারোপ রাশিয়া-ইউক্রেনের

যুদ্ধবিরতি লঙ্ঘন: একে অপরকে দোষারোপ রাশিয়া-ইউক্রেনের

যুদ্ধবিরতি লঙ্ঘন: একে অপরকে দোষারোপ রাশিয়া-ইউক্রেনের

Progga News Desk:

ইস্টার সানডে উপলক্ষে একদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ জন্য দেশ দুইটি একে অপরকে দুষছে।

পুতিন সামরিক বাহিনীর সদস্যদের ফ্রন্টলাইন বরাবর একদিনের জন্য যুদ্ধবিরতির আদেশ দেন। গত তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি পালনের ভান করছে। কিন্তু বাস্তবে শত শত কামান হামলা চালিয়েছে।

জেলেনস্কি আরও বলেন, হয় পুতিনের তার সেনাবাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই, অথবা পরিস্থিতি প্রমাণ করে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে তাদের প্রকৃত পদক্ষেপ নেওয়ার কোনো ইচ্ছা নেই। কেবল অনুকূল জনসংযোগ কভারেজের প্রতি আগ্রহী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন শত শত বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, অবকাঠামোর ক্ষতি করেছে। এতে কিছু বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী ৪৪৪ বার রাশিয়ান অবস্থানগুলোতে গুলি চালিয়েছে। পাশাপাশি ৯০০ বারেরও বেশি ড্রোন হামলা চালিয়েছে।

ইস্টার সানডে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি যিশু খ্রিষ্টের পুনরুত্থান বা মৃত্যু থেকে পুনর্জীবিত হওয়ার স্মরণে পালিত হয়।

ইউক্রেনে যুদ্ধ চলাকালীন ‘ইস্টার যুদ্ধবিরতি’র প্রস্তাব এটাই প্রথমবার নয়। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর কয়েক মাস পর, ২১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত একটি যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছিল। সূত্র: রয়টার্স