
১১ তলা থেকে পড়ে চীনে গ্যাবানিজ ফুটবলারের মৃত্যু
- By N/A --
- 16 April, 2025
Progga News Desk:
আজ চীনে একটি ভবনের ১১ তলা থেকে পড়ে গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার অ্যারন বুপেন্দজা মারা গেছেন বলে জানিয়েছে গ্যাবন ন্যাশনাল ফুটবল ফেডারেশন (ফেগাফুট)। মাত্র ২৮ বছর বয়সেই চলে গেলেন তিনি। বুপেন্দজা চীনের ফুটবল ক্লাব জেনজিয়াং এফসিতে খেলতেন।
ফেডারেশনের এক্স পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, ‘বুপেন্দজা আমাদের মধ্যে একজন গ্রেট স্ট্রাইকারের স্মৃতি রেখে গেছেন, যিনি ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশনসে নিজের পদচিহ্ন এঁকেছিলেন। ২০২২ সালে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ আসরে কমরোসের বিপক্ষে গ্যাবনের জয়ে একমাত্র গোলটি করেছিলেন বুপেন্দজা।
বুপেন্দজার পেশাদার ক্যারিয়ার শুরু ২০১৫ সালে গ্যাবানিজ ক্লাব মোনানা দিয়ে। ২০১৭ সালে যোগ দেন ফ্রেঞ্চ লিগ আঁর দল বোর্দোয়। এরপর আরও কয়েকটি ক্লাবে ঘুরে ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন চীনের জেনজিয়াং এফসিতে।
গ্যাবনের সংবাদমাধ্যম গ্যাবন টোয়েন্টিফোর জানিয়েছে, ঠিক কীভাবে ১১ তলা উঁচু থেকে নিচে পড়েছেন জানা যায়নি, ‘কোন পরিস্থিতিতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান।বুপেন্দজা ক্লাব ক্যারিয়ারে ২১৮ ম্যাচে করেছেন ৯৬ গোল, যার মধ্যে জেনজিয়াং এফসিতে ৬ ম্যাচেই ৪টি। তবে এমন চমৎকার শুরু থেমে গেল চার মাসেই।