
এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপের কথা ভাবছেন ট্রাম্প
Progga News Desk:
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক সত্তা হিসেবে বিবেচনা করে তার ওপর কর আরোপের কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টির জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করার পর মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ বিষয়ে জানান।
ট্রাম্প বলেছেন, হার্ভার্ড যদি রাজনৈতিক, আদর্শিক ও সন্ত্রাসবাদী অনুপ্রেরণা/সমর্থনমূলক অসুস্থতা প্রচার করতে থাকে, তাহলে তার করমুক্তির মর্যাদা হারানো উচিত।সেই সাথে রাজনৈতিক সত্তা হিসেবে কর আরোপের আওতায় আনা উচিত। মনে রাখবেন, করমুক্তির মর্যাদা সম্পূর্ণরূপে জনস্বার্থে কাজ করার উপর নির্ভরশীল।
গত সপ্তাহে হার্ভার্ডকে এক গুচ্ছ দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিল হোয়াইট হাউজ। এর মধ্যে হার্ভার্ডের বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচি বাতিল করা, ক্যাম্পাসে বিক্ষোভে মুখোশ নিষিদ্ধ করা, যোগ্যতা-ভিত্তিক নিয়োগ ও ভর্তি সংস্কার এবং অনুষদ ও প্রশাসকদের বৃত্তির চেয়ে সক্রিয়তার প্রতি বেশি প্রতিশ্রুতিবদ্ধ থাকার ক্ষমতা হ্রাস করার মতো বিষয়গুলো ছিল।
তবে সোমবার প্রশাসনের এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড বলেছে, হোয়াইট হাউজ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনকে প্রত্যাখ্যান করলো।