Logo

আন্তর্জাতিক    >>   বাংলা নববর্ষ: বাঙালির আত্মপরিচয়ের উৎসব

বাংলা নববর্ষ: বাঙালির আত্মপরিচয়ের উৎসব

বাংলা নববর্ষ: বাঙালির আত্মপরিচয়ের উৎসব

সুব্রত তালুকদার, প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলা নববর্ষ এখন দরজায় কড়া নাড়ছে। এ উৎসব বাঙালির প্রাণের উৎসব, জীবনের উজ্জ্বল প্রতিচ্ছবি। পহেলা বৈশাখে বাঙালি জাগে তার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য, জাতিসত্তা ও অসাম্প্রদায়িক চেতনার আলোয়। এই চেতনাই একদিন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল মহান মুক্তিযুদ্ধে, বাঙালিকে দিয়েছিল আত্মনিয়ন্ত্রণ ও অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা। বাংলা নববর্ষ তাই নিছক ক্যালেন্ডার পাল্টানো নয়—এটি জাতিসত্তার নবজাগরণ, বাঙালির জয়গানের দিন।

ইতিহাস বলে, মোঘল সম্রাট আকবর তাঁর শাসনামলে কৃষিভিত্তিক রাজস্ব ব্যবস্থাকে সহজ করতে বাংলা সনের সূচনা করেন। চৈত্র মাসের শেষ দিনে খাজনা পরিশোধের পর, পরদিন অর্থাৎ পহেলা বৈশাখ পালন করা হতো উৎসব হিসেবে—ভূমিপতিরা প্রজাদের নিয়ে আয়োজন করতেন নানা আয়োজন। ফলে বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, বরং এটি ধর্মনিরপেক্ষ বাঙালি সংস্কৃতির সর্বজনীন আয়োজন।

পহেলা বৈশাখ শ্রেণী, ধর্ম, গোষ্ঠী বা সম্প্রদায়ের সীমা ছাড়িয়ে বাঙালির হৃদয়ের উৎসবে পরিণত হয়েছে। এটি আমাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ, আমাদের বুনিয়াদ। কবিগুরু রবীন্দ্রনাথ যেমন লিখেছেন:

“নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে,

শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে…”

অন্যদিকে কাজী নজরুল ইসলাম বজ্রকণ্ঠে উচ্চারণ করেছেন:

“তোরা সব জয়ধ্বনি কর,

ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়।”

 

দুঃখজনক হলেও সত্য, পাকিস্তান আমলে কিছু ধর্মীয় গোঁড়ামিতে বিশ্বাসী গোষ্ঠী বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসবকে হিন্দুয়ানি সংস্কৃতি বলে প্রত্যাখ্যান করতে চেয়েছিল। আজও তাদের উত্তরসূরিরা একই ছদ্মবেশে নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করছে। কখনও ‘ধর্মের নামে’, কখনও ‘সামাজিক শালীনতার’ অজুহাতে তারা আমাদের জাতীয় উৎসবকে সংকুচিত করতে চায়।

তবে তারা ভুলে যাচ্ছে—এটি পাকিস্তান নয়, এটি বাংলাদেশ। আমরা ধর্মের নামে বিভাজন নয়, উৎসবের নামে ঐক্য চাই। যারা যুগে যুগে বাঙালির চেতনা ও সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা সবসময়ই পরাজিত হয়েছে। এবারও তারা পরাজিত হবে—এই জনগণের ঐক্য, চেতনা ও সাহসের কাছে।

বাংলা নববর্ষ বাঙালির জাগরণের দিন, সম্মিলিত চেতনার দিন। আসুন, সবাই মিলে এই উৎসবে অংশ নিই—উগ্রতা, গোঁড়ামি ও সংস্কৃতির শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

 

শুভ নববর্ষ ১৪৩২।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

 

সুব্রত তালুকদার

রাজনৈতিক কলামিস্ট ও বিশ্লেষক ।

নিউইর্য়ক, ইউএস এ ।