
কামাল-কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য চিঠি
Progga News Desk:
বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথিপত্রসহ চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিদেশে পলাতকদের এই আসামিদের বিচারের আওতায় আনতে আজ বৃহস্পতিবার এসব নথিপত্র পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে আজ দুপুরে এক মতবিনিময়কালে এই তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মতবিনিময় সভাটি আয়োজন করে চিফ প্রসিকিউটর কার্যালয়। মতবিনিময়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, একটু আগে এটা (নথিপত্রসহ চিঠি) আমরা পাঠিয়েছি।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে যাঁদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আজ চিঠি দেওয়া হয়েছে, তাঁরা হলেন—সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির প্রক্রিয়া তুলে ধরে তাজুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন যে, প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের (আদালত) আদেশ এবং আমাদের চিঠিসহ মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) কাছে যায়। এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে (অধীনে), অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের (আইজিপি) অফিসে আলাদা একটা সেকশন আছে। সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়।এই ১০ জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সব ডকুমেন্টস তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের অফিসে পাঠিয়েছি। তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবেন।