Logo

অপরাধ    >>   গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  হিন্দু যুবকের ফেইসবুক আইডি হ্যাক করে ইসলামবিরোধী পোস্ট করে  ফাঁসানোর চেষ্টা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  হিন্দু যুবকের ফেইসবুক আইডি হ্যাক করে ইসলামবিরোধী পোস্ট করে  ফাঁসানোর চেষ্টা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  হিন্দু যুবকের ফেইসবুক আইডি হ্যাক করে ইসলামবিরোধী পোস্ট করে  ফাঁসানোর চেষ্টা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশে  গোপালগঞ্জ জেলায় মিঠুন বিশ্বাস (৪০) নামের এক সনাতনী হিন্দু  ফেইসবুক আইডি হ্যাক করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
মিঠুন বিশ্বাসের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল গ্রামের । বুধবার দুপুরে গণঅধিকার পরিষদ কার্যালয়ে এসে মিঠুন অভিযোগ করেন তার আইডি হ্যাক করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ।

মিঠুন বিশ্বাস বলেন, তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। শখের বশে প্রায় এক বছর আগে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে অন্য একজনকে দিয়ে একটি ফেইসবুক অ্যাকাউন্ট খোলেন তিনি। কিছুদিন পর কে বা কারা তার আইডি আইডিটা হ্যাক করে আইডি থেকে ইসলামবিরোধী উস্কানিমূলক পোস্ট করতে থাকে। তখন তিনি বিষয়টি  ইউএনও এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে তাদের পরামর্শে তিনি গত বছরের ১৪ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া থানায় জিডি করেন।

থানায় জিডি করার পর ওয়ার্ডের সাবেক মেম্বারের পরমর্শে তিনি ফোনটি থানায় জমা দিয়ে আসেন। থানায় ফোন জমা করার পর থেকে তিনি একটি বাটন মোবাইল ফোন ব্যবহার শুরু করেন।

কিন্তু হঠাৎ করে রোজার ঈদের তিনদিন পর থেকে আবার মিঠুন বিশ্বাস নামের সেই ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক পোস্ট করা শুরু হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মিঠুন বিশ্বাস বলেন, আমাকে স্থানীয়রা বিভিন্ন প্রশ্ন করছেন। এতে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে আবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। আমি একজন সাধারণ মানুষ। কিন্তু আমাকে ফাঁসাতে যারা এ কাজ করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে তারাইল এলাকার সাবেক ইউপি সদস্য মিজান শিকদার বলেন, হিন্দু ছেলেটি সামান্য পড়াশোনা জানে আর কাঠমিস্ত্রির কাজ করে। আগের ঝামেলার পর আমার পরামর্শে তার অ্যান্ড্রয়েড ফোনটি থানায় জমা দেয়। কিন্তু তারপরও নিরীহ ছেলেটিকে ফাঁসাতে কে বা কারা যেন ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছে। এর আগেও এলাকার ইসলাম ধর্মের মুরব্বিদের নিয়ে বৈঠক করার পর মিঠুন নির্দোষ প্রমাণিত হয়। ধর্ম নিয়ে উস্কানিমূলক পোস্টদাতাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, ওই যুবকের মোবাইল ফোন থানায় জমা রয়েছে। তারপরও তার আইডি থেকে পোস্ট করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ধারণা করা হচ্ছে, একটি দুষ্কৃতকারী চক্র তাকে ফাঁসাতে এমন কাজ করে থাকতে পারে।

এদিকে বরিশালে হামলার আশঙ্কায়  সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান করতে পুলিশ প্রশাসনের বাধা।  "রাম নবমী" উপলক্ষে পবিত্র ধর্মগ্রন্থ থেকে ধর্মীয় নাটক ‘রামায়ণ’ প্রদর্শন না করতে অনুরোধ করে স্থানীয় পুলিশ প্রশাসন!
গতকাল ৮ এপ্রিল ২০২৫ ইংমঙ্গলবার বরিশাল মহানগরীর কাউনিয়া শ্রীশ্রী মনসা মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রদর্শন হতো "রামায়ণ" ।