Logo

আন্তর্জাতিক    >>   ২০২৪ সালে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

২০২৪ সালে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

২০২৪ সালে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Progga News Desk:
২০২৪ সালে বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল। ইরান, ইরাক ও সৌদি আরবে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
মানবাধিকার সংস্থাটির এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী মোট এক হাজার ৫১৮টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা ২০১৫ সালের পর থেকে সর্বোচ্চ। সে সময় এক ৬৩৪ জনের মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছিল
পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালের তুলনায় গত বছর মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে ৩২ শতাংশ।

তবে আশঙ্কা করা হচ্ছে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামে বহু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হযেছে। যেগুলো এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।
সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের ৯১ শতাংশের হয়েছে ইরান, ইরাক ও সৌদি আরব। বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে এ তিন দেশ। অনেক দেশ হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য গোপন করলেও আমাদের বিশ্বাস, মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের সংখ্যা অনেক কমেছে।
গত বছর কেবল ইরানেই ৬৪ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই বছর কমপক্ষে ৯৭২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি, যা আগের বছরের তুলনায় ১০০ জনের বেশি।
অ্যামনেস্টির তথ্যমতে, সৌদি আরব শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে। দেশটিতে বার্ষিক মোট মৃত্যুদণ্ড কার্যকর ১৭২ থেকে দ্বিগুণ হয়ে কমপক্ষে ৩৪৫টিতে পৌঁছেছে। অন্যদিকে ইরাকে মৃত্যুদণ্ড প্রায় চারগুণ বেড়েছে। সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানুষের সংখ্যা ১৬ থেকে বেড়ে ৬৩-এ উন্নীত হয়েছে।
মানবাধিকার গোষ্ঠীটি বলেছে, কিছু দেশ বিক্ষোভকারী এবং জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। সূত্র: এএফপি