
কংগ্রেস নেতার স্পর্শে মন্দির ‘অপবিত্র’ , গঙ্গাজল ছিটিয়ে ‘পবিত্র’ করলেন বিজেপি নেতা
Progga News Desk:
ভারতের রাজস্থানে নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপির শীর্ষ নেতা জ্ঞানদেব আহুজা। আলওয়ার এলাকার একটি রামমন্দিরে প্রবেশ করেছিলেন এবং মন্দিরের বিগ্রহ স্পর্শ করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা টিকারাম জুলি।
টিকারাম জুলির স্পর্শ করায় মন্দির ‘অপবিত্র’ হয়েছে এমনটা বলে গঙ্গাজল ছিটিয়ে মন্দির পবিত্র করলেন বিজেপির এই শীর্ষ নেতা জ্ঞানদেব আহুজা ।
টিকারাম জুলি কংগ্রেসের দলিত নেতা। দলিত হওয়া সত্ত্বেও গত রোববার রামনবমী উপলক্ষে তিনি আলওয়ারের রামমন্দিরের অভিষেক অনুষ্ঠানে গিয়েছিলেন। স্পর্শ করেছিলেন বিগ্রহকে। ফলে বিগ্রহসহ গোটা মন্দির ‘অপবিত্র’ হয়ে যায়। অপবিত্র মন্দিরকে পবিত্র করতেই জ্ঞানদেব আহুজা মন্দিরে ও বিগ্রহে গঙ্গাজল ছিটিয়েছেন।
বিজেপির এই সাবেক বিধায়ক নিজেই বড় মুখ করে এই কথা জানিয়েছেন। টিকারামের মন্দিরে যাওয়ার খবর শুনে জ্ঞানদেব বলেন, দলিত নেতা টিকারামের লজ্জিত হওয়া উচিৎ। তিনি শুধু হিন্দুত্ব বিরোধীই নন,বরং সনাতন বিরোধীও। তাঁর অপবিত্র ছোঁয়ায় কলুষিত হয়েছে পবিত্র মন্দির ও বিগ্রহ। মন্দিরে গঙ্গাজল ছিটিয়ে আমি তা পবিত্র করব।
কথা রেখেছেন আলওয়ারের রামগড় কেন্দ্রের এই সাবেক বিজেপি বিধায়ক। গত সোমবার তিনি সদলে ওই মন্দিরে যান। গঙ্গাজল ছিটিয়ে ‘পবিত্র’ করেন মন্দির ও বিগ্রহ। কংগ্রেস নেতা টিকারামকে তিনি ‘পাপী’ বলে সম্বোধন করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, বিজেপি নেতা জ্ঞানদেব আহুজা কংগ্রেসের দলিত নেতা টিকারামের নাম পর্যন্ত উচ্চারণ করতে চাননি। তাঁর কথায়, ওই পাপীর নাম নিলে আমার মুখ অপবিত্র হবে। তিনি বলেন, আমি ভেবে পাই না, এই ধরনের অপবিত্রদের কেন মন্দিরে আহ্বান জানানো হয়। এ নিয়ে রাজ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কলহ।
কংগ্রেস নেতা টিকারাম জুলি গণমাধ্যমে বলেন, দলিতদের বিষয়ে বিজেপির মনোভাব কেমন, আহুজার এই আচরণই তার প্রমাণ। ওই দল দলিতদের এখনো অস্পৃশ্য মনে করে। তাই মন্দিরে গঙ্গাজল ছিটায়। এই আচরণ ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে আক্রমণই শুধু নয়, অস্পৃশ্যতার মতো সামাজিক ব্যাধিও ছড়িয়ে দিচ্ছে। এ মারাত্মক অপরাধ।
টিকারাম বলেন, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও রাজ্য বিজেপি সভাপতি মদন রাঠোরকে এ ঘটনার জবাবদিহি করতে হবে। জানাতে হবে, বিজেপি এই দলিতবিরোধী মনোভাব অনুমোদন করে কি না।
বিজেপি নেতার ওই আচরণের প্রতিবাদে আজ মঙ্গলবার গোটা রাজ্যে কংগ্রেস প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি নিয়েছে।
রাজ্যের সাবেক কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলট, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরাসহ দলীয় নেতারা প্রতিবাদে মুখর হয়েছেন। গেহলট বলেন, ব্রাহ্মণ্যবাদী বিজেপি যে দলগতভাবে দলিতবিরোধী, আহুজার এই আচরণই তার প্রমাণ। সেই কারণে বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনো নীরব। আহুজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তাই নেওয়া হয়নি।
প্রদেশ কংগ্রেস সভাপতি দোতাসরা বলেন, বিজেপির হৃদয়ে যে দলিতদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু নেই, এই ঘটনা ও তাদের নেতৃত্বের নীরবতা তার প্রমাণ। শুধু দলিতদেরই নয়, বিজেপি ঘৃণা করে কৃষকদের, নারীদের, শ্রমিকদেরও। বোঝা যায় না, তাদের মনে কেন এত ঘৃণা জমা রয়েছে।
এই ঘটনার নিন্দা না করলেও বিজেপি দলগতভাবে তাদের এ ঘটনা থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। দলের মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজ গণমাধ্যমকে বলেন, আহুজা যা করেছেন, তার দায় তাঁর। দল এ জন্য দায়ী নয়। বিজেপি অস্পৃশ্যতায় বিশ্বাস করে না।