
আইয়ারের জন্য ২৬.৭৫ কোটি রুপি কেন খরচ করেছেন প্রীতি জিনতা, ব্যাখ্যা দিলেন পন্টিং
Progga News Desk:
ক্যাপিটালসের সঙ্গে তুমুল লড়াই শেষে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নেয় পাঞ্জাব কিংস। সৌদি আরবে আইপিএলের মেগা নিলামের সেই সময় অনেকেই বলাবলি করছিলেন, আইয়ারের জন্য কেন এত অর্থ খরচ করল প্রীতি জিনতার দল!
আইয়ার অসাধারণ এক ব্যাটসম্যান, এ নিয়ে কারও মনেই সন্দেহ থাকার কথা নয়। এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে ১৫৯ গড়ে ২০৬.৪৯ স্ট্রাইক রেটে ১৫৯ রান করেছেন পাঞ্জাবের এই টপ অর্ডার ব্যাটসম্যান। এরপরও সেই প্রশ্ন উঠছে—আইয়ারের জন্য এত অর্থ খরচের কারণ আসলে কী?
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ রহস্য উন্মোচন করেছেন পাঞ্জাবের প্রধান কোচ রিকি পন্টিং। আইয়ারের পেছনে এত অর্থ খরচের ব্যাখ্যা দিতে গিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেছেন, ‘সে আত্মবিশ্বাসী একজন খেলোয়াড়, যে ভালোভাবে প্রস্তুতি নেয়। ব্যাটিংয়ে নামার সময় তাকে আপনি দেখে থাকবেন, দর্প নিয়ে ব্যাট করতে নামে। কারণ, সে আত্মবিশ্বাসী। সে জানে, বিষয়গুলো একটু ঠিক রাখতে পারলেই সে আর ব্যর্থ হবে না।’
কলকাতাকে গত মৌসুমে আইপিএলের শিরোপা জেতানো অধিনায়ককে অবশ্য শুধু এ কারণেই এত দাম দিয়ে কেনেনি পাঞ্জাব। কারণ যে আরও আছে, সেটাও বলেছেন পন্টিং। এর আগেও আইয়ারের সঙ্গে আইপিএলে কাজ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। ২০২০ সালে আইয়ার ছিলেন দিল্লির অধিনায়ক, পন্টিং কোচ।
সে সময়ই আইয়ারকে ভালো লেগেছিল পন্টিংয়ের। কোচ আর অধিনায়কের রসায়ন মেলানোর জন্যই পাঞ্জাবেও আইয়ারকে পেতে চেয়েছেন পন্টিং, আমি মনে করি না, একজন ফুটবল ম্যানেজারের মতো ক্রিকেট কোচ দলে প্রভাব ফেলে। আমি অধিনায়ক আর সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে পরিকল্পনা ভাগাভাগি করতে পছন্দ করি। এ কারণেই আমরা শ্রেয়াসকে চেয়েছি। আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড়।
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বগুণ আর ব্যক্তিত্বের কারণেই পাঞ্জাব কিংস মেগা নিলামে তাঁকে পেতে এতটা মরিয়া ছিল বলেও জানান পন্টিং, ‘শ্রেয়াসের সঙ্গে আগে কাজ করার কারণে আমি জানি, সে দলে কী নিয়ে আসতে পারে—শান্ত ভাব, আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা।’ আইয়ারের নেতৃত্বে এবারের আইপিএলে তিন ম্যাচ খেলে দুটিতেই জিতেছে পাঞ্জাব।