Logo

অপরাধ    >>   ধর্ম অবমাননার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী সনাতনী হিন্দুকে আটক; ভিন্ন ঘটনায় আটক আরেক হিন্দু স্কুল শিক্ষক

ধর্ম অবমাননার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী সনাতনী হিন্দুকে আটক; ভিন্ন ঘটনায় আটক আরেক হিন্দু স্কুল  শিক্ষক

ধর্ম অবমাননার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী সনাতনী হিন্দুকে আটক; ভিন্ন ঘটনায় আটক আরেক হিন্দু স্কুল শিক্ষক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ধর্ম অবমাননা এবং কটুক্তির অভিযোগে অখিল কর্মকার নামের এক সনাতনী হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ ৭ এপ্রিল সোমবার টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার অন্তর্ভুক্ত দেলদুয়ার দক্ষিণ বাজারের স্বর্ণ ব্যবসায়ী অখিল কর্মকারের দোকানে প্রবেশ করে তাকে প্রথমে মারধর করে আহত করা হয়।মারধরের সময় তার দোকানে লুটপাট করা হয়েছে বলে জানা যায়। এসময় হামলাকারীরা বিশ্রী ভাষায় গালাগালি দিতে থাকে তাকে। তারপরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।
অখিল কর্মকারকে পুলিশ আটক করলেও তার দোকানে যারা হামলা চালিয়েছে তাদেরকে এখন পর্যন্ত কোনো আটকের খবর পাওয়া যায়নি।

এদিকে, দিনাজপুর জেলা সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের বনতাড়া গ্রামের হিন্দু স্কুল শিক্ষক উপেন্দ্রনাথ রায়কে ভিন্ন একটা ঘটনা নিয়ে আটক করেছে পুলিশ। শিক্ষক উপেন্দ্রনাথ রায়ের অপরাধ কি তা জানা যায় নি।

স্থানিয়দের মতে, সবুজ দাস নামে একজন ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছে বলে অভিযোগ রয়েছে। স্কুল শিক্ষক উপেন্দ্রনাথ রায় শুধু বলেছিলেন "সবুজ দাস যদি ধর্ম অবমাননা বা কটুক্তি করে থাকে বা যেকোনো অন্যায় করে থাকে, তাকে ধরুন, তার বিচার করুন।

আমরা এই গ্রামের সাধারণ হিন্দু , আমাদের কি অপরাধ? আমাদের সব হিন্দুদের দোকানপাট  সবকিছু কেন বন্ধ থাকবে?

ব্যস,এই কথাটিই কাল হলো উনার জন্য!
শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য উপেন্দ্রনাথ রায়ের বাড়ি ঘেরাও করে তাকে আটক করলো ।

অন্য একজনের তদন্ত এবং প্রমাণ সাপেক্ষ অপরাধে ওই এলাকার সমস্ত হিন্দুদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রকাশ্যে হুমকি দেওয়া হলো।
এটাও কি কোনো অপরাধ ? শিক্ষক উপেন্দ্রনাথ রায়কে আটক করে রাষ্ট্র দেশের সংখ্যালঘু সাধারণ হিন্দুদের জন্য কি বার্তা দিল?