Logo

আন্তর্জাতিক    >>   গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের আশেপাশে বিক্ষোভ-মিছিল

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে  যুক্তরাষ্ট্রের দূতাবাসের আশেপাশে বিক্ষোভ-মিছিল

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের আশেপাশে বিক্ষোভ-মিছিল

Progga News Desk:

বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের আশেপাশে কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ-মিছিলের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি  এসব একাধিক বিক্ষোভ-মিছিল হয়েছে।

আজ সোমবার স্থানিয় সময় বেলা ১১টার দিকে এসব মিছিল শুরু হয়। বেলা পৌনে ২টার সময়ও বিক্ষোভ-মিছিল চলছিল।

বেলা পৌনে ২টায় মার্কিন দূতাবাসের উল্টোদিকের পদচারী সেতুর সামনে ইউনাইটেড ইন্টারন্যাশনালে ইউনিভার্সটির একদল শিক্ষার্থী বিক্ষোভ করছিলেন। তাঁরা গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন, “আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

আজ সকাল থেকে প্রেসিডেন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এবং বাংলাদেশ নৌ-বাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থীরা পরে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলের সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

আজ সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। তারা এক ধরনের মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন এবং ওই এলাকা দিয়ে যাওয়া মানুষদের তল্লাশি করা হচ্ছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বেলা সোয়া একটার দিকে বলেন, সকাল ১০টার দিক থেকে ভাটারা থানা এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। এখনো চলছে। ছোট ছোট গ্রুপে বিক্ষোভকারীরা এসে বিক্ষোভ করছে আবার চলেও যাচ্ছে।