Logo

আন্তর্জাতিক    >>   নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে কি দিলেন ইউনুস?

নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে কি দিলেন ইউনুস?

নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে কি দিলেন ইউনুস?

Progga News Desk:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক দ্বিপাক্ষীক বৈঠক করেছেন। আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উত্থাপন করেন। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আলোচনা "অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক" হয়েছে। তিনি বলেন, "দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের এক বিশেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা ইউনূস নরেন্দ্র মোদিকে একটি স্মরণীয় ছবি উপহার দেন। ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের।ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদান করছেন।