Logo

আন্তর্জাতিক    >>   ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা নেই মোদীর

ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা নেই মোদীর

ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা নেই মোদীর

Progga News Desk

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক সম্ভবত হবে না।

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমস্টেক গোষ্ঠীর শীর্ষ সম্মেলনের সময় শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে  এ তথ্য জানানো হয়েছে।

বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও দ্বিপাক্ষিক কর্মসূচিতে যোগদানের পরিকল্পনা নেই বলে জানা গেছে।

এসময় ড. ইউনূসের চীন সফরের এমন তথ্য জানা গেছে। বেইজিং থেকে ঢাকায় ফিরেই ইউনূস থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে যাবেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে।

আগামী ২ থেকে ৪ এপ্রিলের সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাঙ্ককে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার ইচ্ছাপ্রকাশ করে বার্তা পাঠিয়েছিলেন ড. ইউনূস। কিন্তু সম্ভবত তাতে সাড়া দিচ্ছে না মোদি সরকার।

গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। সেই থেকে আওয়ামী লীগ নেত্রী ভারতে অবস্থান করছেন। এবং এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সমর্থকরা ভারতের দিকে আঙুল তোলা থেকে শুরু করে  । সেই সাথে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক ঘটনাও ঘটে চলেছে প্রতি নিয়ত।

তাই ব্যাঙ্ককে আদৌ মোদী-ইউনূস বৈঠক হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে কূটনৈতিকদের।

দায়িত্ব গ্রহণের পরে প্রায় আট মাস পেরিয়ে গেলেও মোদীর সঙ্গে তাঁর মুখোমুখি আলোচনা হয়নি ইউনূসের।

ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ব্যাঙ্ককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সময় মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে চান ইউনূস। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য ইউনূসের চীনকে বেছে নেওয়া প্রসঙ্গে তিনি বলেছিলেন, চীন সফর চূড়ান্ত করার অনেক আগে প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছিলেন। সেই ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার গত ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠিয়েছিল।

কিন্তু দুঃখের বিষয়, ভারত থেকে ইতিবাচক কোনও সাড়া পাওয়া যায়নি।এ বারও সম্ভবত ভারত থেকে ইতিবাচক কোনো সাড়া পাচ্ছেনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সূত্র: আনন্দবাজার পত্রিকা