Logo

খেলাধুলা    >>   মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত ৬ গোলের জয়

মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত ৬ গোলের জয়

মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত ৬ গোলের জয়

বলিভিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিক ও অসাধারণ পারফরম্যান্সে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৬–০ গোলের বিশাল জয় অর্জন করেছে। বুয়েনস এইরেসের মনুমেন্তালে গ্যালারি উপচে পড়া করতালি, উল্লাস, এবং মেসির জাদু—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় রাত ছিল।

ম্যাচের শুরুতেই লাওতারো মার্তিনেজের গোলের পর গ্যালারিতে করতালির ঝড় উঠলেও মার্তিনেজ বুঝেছিলেন, সেই গোলের আসল কারিগর মেসিই। মেসির পাসে বলিভিয়ার রক্ষণভাগ যেন দিশেহারা হয়ে পড়েছিল, আর মার্তিনেজ শুধু সুযোগটা কাজে লাগিয়ে গোলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন।

এটাই শুধু নয়, আর্জেন্টিনার ছয়টি গোলের মধ্যে পাঁচটিতেই সরাসরি অবদান রেখেছেন মেসি। নিজে করেছেন হ্যাটট্রিক এবং সতীর্থদের দিয়েছেন দুইটি গোলের সুযোগ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে তিনটি হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হিসেবে গৌরব অর্জন করেছেন ৩৭ বছর বয়সী এই কিংবদন্তি।

১৯ মিনিটে মার্তিনেজের পাস পেয়ে বলিভিয়ার গোলকিপার গিয়ের্মো ভিসকারাকে একা পেয়ে আর্জেন্টিনার গোল উৎসবের শুরুটা করেন মেসি। এর পর প্রথমার্ধে আরও দুটি গোল এসেছে মেসির পাস থেকে। ৪৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল টেনে বলিভিয়ার রক্ষণভাগে অস্থিরতা তৈরি করে মেসি। তাঁর পাস থেকে মার্তিনেজের সহজ টোকায় দ্বিতীয় গোল।

মেসির বুদ্ধিমত্তার ঝিলিক প্রথমার্ধেই আরও একবার দেখা যায়, যেখানে তিনি সতীর্থদের এমনভাবে সাজিয়েছিলেন যে বলিভিয়া কোন সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধেও মেসি তাঁর খেলা চালিয়ে যান এবং হ্যাটট্রিক পূর্ণ করেন। 

মেসির এই পারফরম্যান্স কেবল আর্জেন্টিনার বড় জয়ের কারণই নয়, এটি তাকে আরও একটি রেকর্ডের শিরোনামে তুলে ধরেছে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি হ্যাটট্রিকের মালিক হয়েছেন তিনি। এমনকি, এর আগে বলিভিয়ার বিপক্ষেই হ্যাটট্রিক করে ২০০৯ সালে হোয়াকিন বোতেরো দুটি গোল করিয়েছিলেন, যা আবার স্মরণীয় হয়ে উঠল মেসির এই ম্যাচে।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এই দুর্দান্ত পারফরম্যান্স দলের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে। এমন একটি ম্যাচে মেসির মতো অভিজ্ঞ এবং কৌশলী খেলোয়াড়ের ভূমিকা ফুটবল বিশ্বে তার অপ্রতিদ্বন্দ্বী অবস্থানকেই পুনঃপ্রতিষ্ঠিত করল।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert