চার কিংবদন্তির বিদায়ের রাতে জার্মানির কোয়ার্টার ফাইনালে উত্তরণ
- By Jamini Roy --
- 15 October, 2024
জার্মান ফুটবলের ইতিহাসে একটি স্মরণীয় রাত ছিল বৃহস্পতিবার। এই রাতে চার ফুটবল কিংবদন্তি ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার এবং টনি ক্রুস আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। জার্মানি-নেদারল্যান্ডসের নেশন্স লিগের ম্যাচে তাদের সম্মানে বিশেষ আয়োজন ছিল, যেখানে ১-০ গোলে জয় লাভ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে জার্মানি।
আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে গ্যালারিতে ভেসে ওঠে বিদায়ী চার কিংবদন্তির ছবি। তাঁদের সম্মানে ওপরে লেখা ছিল ‘লেজেন্ড’। জাতীয় সঙ্গীত গাওয়ার আগেই গুন্দোয়ান, নয়্যার ও মুলার দর্শকদের কাছ থেকে বিদায় নেন এবং তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। তবে বিরতির পর ৬৪ মিনিটে ম্যাচে অভিষেক হওয়া অ্যাটাকিং মিডফিল্ডার জেমি লেভলিং জয়সূচক গোলটি করেন। কর্নার থেকে আসা বলকে গোললাইনের সামনে থেকে ব্যাকহিলে সামনে পাঠান নিকো শ্লোটাবেক। এরপর ডান পায়ে বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন জেমি।
জার্মানির এই জয়ের ফলে তারা চার ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে অবস্থান করছে, যেখানে তাদের ১০ পয়েন্ট রয়েছে। পরের স্থানে আছে নেদারল্যান্ডস, যাদের পয়েন্ট ৫। অন্যদিকে, দিনের অপর ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে হাঙ্গেরি।