Logo

রাজনীতি    >>   বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিটি সঙ্কটে শক্তি জোগাবে

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিটি সঙ্কটে শক্তি জোগাবে

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিটি সঙ্কটে শক্তি জোগাবে

সাদ্দাম হোসেন 

বাঙালির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে ৭ মার্চ এক ঐতিহাসিক দিন। স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে চূড়ান্ত প্রস্তুতির ডাক দেন, দখলদার পাকিস্তানি শাসকের প্রতি উচ্চারণ করেন 'চরমপত্র'। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক উপায়ে আইনের শাসন প্রতিষ্ঠায় এদিন বঙ্গবন্ধু যে 'জনতার ইশতেহার' ঘোষণা করেন তা শুধু সাড়ে সাত কোটি বাঙালিকেই দিকনির্দেশনা দেয় না, পৃথিবীব্যাপী মুক্তিকামী প্রতিটি মানুষকে অণুপ্রাণিত করে জনতাকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকার আদায়ে। ৭ মার্চের ভাষণ তাই সময় ও সীমানার ব্যারিকেড ভেঙে চিরন্তন হয়ে ওঠায় ইউনেস্কো এটিকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড' হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

৭ মার্চের ভাষণ আমাদের 'স্বাধীনতা' শব্দের মালিকানা দেয়। শিক্ষা দেয় 'মুক্তি' লাভের জন্য নিজেকে উৎসর্গ করার। দীক্ষা দেয় মাথা নত না করার, অস্ত্রের মুখে দাঁড়িয়েও দেশমাতৃকার প্রশ্নে আপোষ না করার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার। একারণেই প্রতিটি প্রজন্ম তাদের প্রতিটি ন্যায্য দাবী আদায়ে কথা বলে ৭ মার্চের ভাষায়, স্লোগান দেয় ৭ মার্চের শক্তিতে। 

দখলদার ইউনূসের নেতৃত্বে একাত্তরের পরাজিত শক্তির আস্ফালন থেকে মুক্তিলাভের নির্দেশনা রয়েছে ৭ মার্চের ভাষণে। ফ্যাসিস্ট, গণহত্যাকারী ইউনূসকে উৎখাত করে 'জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের' মাধ্যমে গণতান্ত্রিক পুনরুদ্ধার হবে এই ভাষণের শক্তি দিয়েই। বাংলার মানুষের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করা হবে, প্রত্যেক ঘরে দুর্গ গড়া হবে। ওরা কোনভাবেই বাংলার মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। 
ঐতিহাসিক ৭ মার্চে বাংলার জনগণ, তরুণ-যুবক-ছাত্রসমাজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।
৭ মার্চ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি:
* জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন 
* ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার 
* বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।
লেখক : সাদ্দাম হোসেন 
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি, ঢাকা ।
বাংলাদেশ ।