Logo

আন্তর্জাতিক    >>   যুদ্ধবিরতি কার্যকরের প্রাক্কালে রাফাহ ছাড়ছে ইসরাইলি সেনারা

যুদ্ধবিরতি কার্যকরের প্রাক্কালে রাফাহ ছাড়ছে ইসরাইলি সেনারা

যুদ্ধবিরতি কার্যকরের প্রাক্কালে রাফাহ ছাড়ছে ইসরাইলি সেনারা

গাজায় দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটতে চলেছে। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফাহ শহর থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের কেন্দ্র থেকে ইসরাইলি সেনারা তাদের সামরিক যানবাহনসহ সরে যাচ্ছে। এই সেনাদের বহর মিশরের সাথে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে অগ্রসর হচ্ছে।

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে পুনরায় আগ্রাসী যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন। স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই অঙ্গীকার করেন। নেতানিয়াহু বলেন, "এই যুদ্ধবিরতি সাময়িক এবং প্রয়োজনে আমরা যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আবারও আরও জোরালোভাবে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবো।"

এছাড়াও, তিনি এই যুদ্ধবিরতিকে নিজের জয় হিসেবেও দাবি করেছেন। ভাষণে তিনি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। তাদের মধ্যস্থতা ছাড়া এই চুক্তি সম্ভব হতো না বলে উল্লেখ করেন তিনি।

দীর্ঘ ১৫ মাস ধরে গাজায় চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অবশেষে আন্তর্জাতিক চাপ এবং মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির শর্ত অনুযায়ী, রবিবার সকাল থেকে গাজা ও ইসরাইলের মধ্যে যুদ্ধ থেমে যাবে এবং হামাস কর্তৃক আটককৃত বন্দিদের মুক্তি কার্যক্রম শুরু হবে।

যুদ্ধবিরতির প্রাক্কালে ইসরাইলি সেনাদের রাফাহ থেকে সরে যাওয়ার ঘটনা স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি আনলেও নেতানিয়াহুর হুঁশিয়ারি ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি করেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert