সীমান্ত সুরক্ষায় আপসহীন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- By Jamini Roy --
- 19 January, 2025
সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "আমরা বেঁচে থাকতে দেশের সীমান্তে কেউ প্রবেশ করতে পারবে না।" রবিবার (১৯ জানুয়ারি) বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সীমান্ত নিরাপত্তা, সিভিল সার্ভিসের চ্যালেঞ্জ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়গুলো তুলে ধরেন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে চলমান বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, "এটি দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে। আগের সরকার কিছুটা ছাড় দিতো, কিন্তু এখন আমরা অধিকার আদায়ে আপসহীন। তাই কিছু ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে। তবে আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠকে এর সমাধান হবে বলে আশা করছি।"
সিভিল সার্ভিসে সেবার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের মধ্যে দায়িত্ব পালনে অনীহা দেখা যায়। যদি শৃঙ্খলা বজায় থাকত, তাহলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকতো না।" তিনি আরও বলেন, "দেশে দুর্নীতি এখন প্রধান সমস্যা। দুর্নীতি কমানো ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।"
দুর্নীতির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর থেকেই আমার আত্মীয়স্বজন বেড়ে গেছে। আমাদের পরিচয় দিয়ে কেউ যদি কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। আমরা নিজেরাও দুর্নীতি করলে সেটার সঠিক তথ্য প্রকাশ করুন।"
জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনের বিষয়ে গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, "দেশের উন্নয়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো ধরনের দুর্নীতি বা দায়িত্বহীনতা সহ্য করা হবে না।"
এই বক্তব্যগুলোতে দেশের সীমান্ত সুরক্ষা, প্রশাসনিক সেবা এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে।