Logo

অপরাধ    >>   সেপ্টেম্বরে ২৮ জনকে পিটিয়ে হত্যা, ৪৪ জন ধর্ষণের শিকার: উদ্বেগজনক সহিংসতার পরিসংখ্যান

সেপ্টেম্বরে ২৮ জনকে পিটিয়ে হত্যা, ৪৪ জন ধর্ষণের শিকার: উদ্বেগজনক সহিংসতার পরিসংখ্যান

সেপ্টেম্বরে ২৮ জনকে পিটিয়ে হত্যা, ৪৪ জন ধর্ষণের শিকার: উদ্বেগজনক সহিংসতার পরিসংখ্যান

সেপ্টেম্বর মাসে দেশে অন্তত ২৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৪ জন, বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ এই চিত্র।

প্রতিবেদনে আরও বলা হয়, সেপ্টেম্বর মাসজুড়ে ৮৩টি রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের অন্তত আটজন আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত হয়েছেন।

এছাড়া, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন দু'জন এবং আহত হয়েছেন চারজন।

ধর্ষণের ভয়াবহতাও চরমে পৌঁছেছে। মাসটিতে ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৫ জন কিশোরী। ১৮ নারী ও কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। এমনকি, চারজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং একজন আত্মহত্যা করেছেন।

এই সহিংসতা ও নির্যাতনের প্রবণতা দেশে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert