মেসিকে নিয়েই স্কোয়াড ঘোষণা, ফেরার অপেক্ষায় আর্জেন্টিনা
- By Jamini Roy --
- 03 October, 2024
আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা হয়েছে, যেখানে অধিনায়ক লিওনেল মেসিকে রাখা হয়েছে। কোচ লিওনেল স্কালোনি আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল গঠন করেছেন। মেসির চোট কাটিয়ে ফিরে আসা এবং ২০ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজের অভিষেকের সম্ভাবনা এই ঘোষণাকে আকর্ষণীয় করেছে।
আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গত মাসে কলম্বিয়ার কাছে হারানোর পর দলটি নিজেদের ছন্দে ফেরার লক্ষ্যে কাজ করছে। এমিলিয়ানো মার্টিনেজ নিষিদ্ধ থাকায় স্কোয়াডে তাঁর জায়গায় পূর্বের তিন কিপারকেই রাখা হয়েছে। অন্যান্য বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মাতিয়াস সুলে এবং ভ্যালেন্টিন বার্কো।