Logo

আন্তর্জাতিক    >>   ইসরায়েলের সিরিয়ায় ৫০০ হামলা: বাশার আল-আসাদের পতনের পর হামলা জোরদার

ইসরায়েলের সিরিয়ায় ৫০০ হামলা: বাশার আল-আসাদের পতনের পর হামলা জোরদার

ইসরায়েলের সিরিয়ায় ৫০০ হামলা: বাশার আল-আসাদের পতনের পর হামলা জোরদার

ইসরায়েল সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর থেকে পাঁচ শতাধিক হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

গত রবিবার সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পরপরই ইসরায়েল সিরিয়ায় হামলা জোরদার করে। তাদের সর্বশেষ হামলা লাতাকিয়া ও তারতাসে সামরিক লক্ষ্যবস্তুতে ছিল। সিরিয়ান অবজারভেটরি জানায়, তারতাসে অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে উৎক্ষেপণের জন্য ক্ষেপণাস্ত্র সংরক্ষিত ছিল এবং বিস্ফোরণ ঘটে। পাশাপাশি তারতাসে আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার-ব্যবস্থার ওপরও হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েল সিরিয়ায় অন্যান্য স্থানে হামলা অব্যাহত রেখেছে, যার মধ্যে রয়েছে লাতাকিয়ার রাডার স্থাপনা, দেইর আজোরের সেনাক্যাম্প ও সামরিক বিমানবন্দর। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গত ৪৮ ঘণ্টায় সিরিয়ায় ৪৮০টির বেশি হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল দামেস্ক, হোমস, তারতাস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজোরসহ বিভিন্ন শহর। হামলার লক্ষ্য ছিল সিরিয়ার যুদ্ধজাহাজ, বিমানঘাঁটি, সামরিক যান, বিমানবিধ্বংসী অস্ত্র, অস্ত্র উৎপাদন কারখানা এবং অস্ত্রাগার।

সিরিয়ান অবজারভেটরি জানায়, তারা গত রবিবার থেকে সিরিয়ার ১৩টি প্রদেশে ইসরায়েলি বিমান হামলার তথ্য নথিভুক্ত করেছে। এই হামলার পর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert