Logo

আন্তর্জাতিক    >>   বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর: ভারতের সংসদীয় কমিটিতে ব্রিফিং

বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর: ভারতের সংসদীয় কমিটিতে ব্রিফিং

বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর: ভারতের সংসদীয় কমিটিতে ব্রিফিং

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি তার সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন। এই কমিটির সভাপতি কংগ্রেস নেতা শশী থারুর। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিস (আইএএনএস) জানায়, ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকার অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আরও বলেন, সফরে ঢাকার প্রশাসন ভারতের সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি পর্যালোচনার বিষয়ে আলোচনা করেনি। এটি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতার প্রতিফলন বলে উল্লেখ করেন মিশ্রি।

ব্রিফিং চলাকালে সংসদীয় কমিটির বেশ কয়েকজন সদস্য বাংলাদেশের বর্তমান প্রশাসনের কার্যক্রম এবং ভারতে শেখ হাসিনার মর্যাদা নিয়ে মিশ্রির কাছে প্রশ্ন করেন। তবে এ বিষয়ে তার তাৎক্ষণিক উত্তর জানা যায়নি।

কমিটির সভাপতি শশী থারুর ব্রিফিং শেষে সাংবাদিকদের জানান, "পররাষ্ট্রসচিব আমাদের অত্যন্ত বিস্তারিত ও সোজাসাপ্টা ব্রিফ করেছেন। সফরের বিষয়ে অনেক প্রশ্ন করা হয়েছিল এবং সচিব সেগুলোর যথাযথ উত্তর দিয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।"

বিক্রম মিশ্রি গত সোমবার বাংলাদেশ সফর করেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একইসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও আলোচনা হয়।

এই সফর ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ধর্মীয় সহিংসতা রোধে প্রতিশ্রুতি আদান-প্রদানের বিষয়টি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert