বিগত সরকারের অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে
- By Jamini Roy --
- 11 December, 2024
পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে। তবে, বর্তমান সরকার টেকসই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি, কার্বন নিঃসরণ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর তাগিদ দেন জ্বালানি উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।
রাজধানীতে শুরু হওয়া ‘বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০’ সম্মেলন (১১-১৩ ডিসেম্বর) তিনদিন চলবে। এতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পরিবেশবাদী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন।