প্রথমবারের মতো আদালতে হাজির ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু
- By Jamini Roy --
- 11 December, 2024
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির একাধিক মামলায় প্রথমবারের মতো আদালতে হাজির হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তেল আবিবের ডিস্ট্রিক্ট আদালতে সাক্ষ্য দেন তিনি। এর মধ্য দিয়ে ইসরাইলের ইতিহাসে ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী প্রথমবার ফৌজদারি বিচারের মুখোমুখি হলেন।
২০১৯ সালে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। আদালত থেকে একাধিকবার হাজির হওয়ার নির্দেশ দেয়া হলেও তিনি এতদিন আদালতে উপস্থিত হননি। তবে এবার আদালতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে 'হাস্যকর' এবং 'ভিত্তিহীন' বলে উল্লেখ করেন নেতানিয়াহু।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে নেতানিয়াহু তেল আবিবের ডিস্ট্রিক্ট আদালতে প্রবেশ করেন। আদালতে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোতে সাক্ষ্য দিতে হবে সপ্তাহে তিনবার। আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে মামলাগুলোর শুনানি চলতে পারে।
নেতানিয়াহুর আদালতে হাজিরা দেওয়ার সময় আদালত চত্বরে তার বিরোধী ও সমর্থকরা জড়ো হন। বিরোধীরা তাকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানায় এবং দুর্নীতির অভিযোগে তাকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানায়। অন্যদিকে, নেতানিয়াহুর সমর্থকরা অভিযোগ করেন যে, তাদের নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
আদালতে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, "এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধীরা আমাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এই ষড়যন্ত্র করছে।" তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন এবং বিচার প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবিত।
নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাগুলো ইসরাইলের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ক্ষমতাসীন একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেশটির জনগণ এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ইসরাইলি আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থায় নেতানিয়াহুর বিচারের প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব। তবে এ ঘটনা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে আরও উত্তেজনা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।