Logo

রাজনীতি    >>   ঢাকার ২১টি খাল দখলমুক্ত করতে কমিটির কার্যক্রম শুরু

ঢাকার ২১টি খাল দখলমুক্ত করতে কমিটির কার্যক্রম শুরু

ঢাকার ২১টি খাল দখলমুক্ত করতে কমিটির কার্যক্রম শুরু

ঢাকার অভ্যন্তরে থাকা ২১টি খাল দখলমুক্ত করতে গঠিত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘বাংলাদেশে নদ-নদীর সংখ্যা নির্ধারণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকার বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা নদীকে প্রথমে দূষণ ও দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার ২১টি খাল পুনরুদ্ধারে বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি বলেন, “প্রত্যেক জেলায় নদ-নদী দখলমুক্ত করতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রয়োজন। এর জন্য মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় সাধন জরুরি। ভূমি মন্ত্রণালয়কে এই কাজে যুক্ত করে নদ-নদীর সম্পূর্ণ তালিকা তৈরি করতে হবে। তালিকাটি অফিসিয়াল এবং স্থানীয় উভয় নামে প্রকাশিত হবে।”

রিজওয়ানা হাসান আরও বলেন, “তালিকা তৈরির ক্ষেত্রে নদী ও খালের সংজ্ঞা আলাদা করতে হবে। এটি সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) ও আরএস (রিভিশনাল সার্ভে)-এর ভিত্তিতে প্রণয়ন করা হবে। বাংলা নববর্ষের শুরুতেই এই তালিকা চূড়ান্ত করে প্রকাশ করার লক্ষ্য রয়েছে।”

তিনি জেলা প্রশাসকদের আগামী তিন মাসের মধ্যে খালগুলোর তালিকা প্রণয়নের নির্দেশনা দেন। পাশাপাশি, পরিবেশ উপদেষ্টা নদী ও খালের ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর জোর দেন।

খাল ও নদীর দখল এবং দূষণ ঢাকার পরিবেশগত ভারসাম্যকে নষ্ট করছে। এই খালগুলো শুধুমাত্র পানি নিষ্কাশনের জন্য নয়, বরং শহরের প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায়ও গুরুত্বপূর্ণ।

সরকারের এ উদ্যোগ ঢাকার পরিবেশগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে আশা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert