Logo

অপরাধ    >>   ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই রিটের প্রেক্ষিতে ২০২০ সালের ১০ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন।

পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত অনুমোদন করে। তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে বিষয়টি আপিল বিভাগে ওঠে। রাষ্ট্রপক্ষের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ২ ডিসেম্বর জানান যে, রায় স্থগিতের আবেদন করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের এই আবেদন বিবেচনায় নিয়ে আপিল বিভাগ মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত করে। আদালতের আদেশ অনুযায়ী, আপিল বিভাগ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা কার্যকর হবে না।

‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি জাতির ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হলেও আইনি প্রক্রিয়ায় জাতীয় স্লোগান হিসেবে এর স্বীকৃতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

হাইকোর্টের রুলে প্রশ্ন করা হয়েছিল, কেন ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ রায় স্থগিত করে আইনি বিষয়টি আরও বিশদ আলোচনার সুযোগ রেখে দিয়েছে।

এই রায়ের মাধ্যমে আপাতত আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আপিল বিভাগ বিষয়টি পুনর্বিবেচনা করবে।