Logo

আন্তর্জাতিক    >>   ইসরাইলি বাহিনী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ২৫০টির বেশি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা

ইসরাইলি বাহিনী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ২৫০টির বেশি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা

ইসরাইলি বাহিনী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ২৫০টির বেশি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা

ইসরাইলি বাহিনী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এ হামলা তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে। ইসরাইলি নিরাপত্তা সূত্রে জানা গেছে, বাশার আল-আসাদের পতনের পর এ পর্যন্ত সিরিয়ায় ইসরাইলি বাহিনী সবচেয়ে বড় হামলা চালিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, গত দুইদিনে রাজধানী দামেস্কসহ সিরিয়ার বিভিন্ন এলাকায় ২৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার (৯ ডিসেম্বর) সিরিয়ার ভূমধ্যসাগরীয় লাতাকিয়া বন্দরের কাছে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। দামেস্কে শোনা যায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দামেস্কের কাছে ৪টি বিমান হামলা এবং ৩টি সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়েছে, যার ফলে ঘাঁটিগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে।

ইসরাইলি হামলার ঘটনায় প্রতিবেশী মধ্যপ্রাচ্যের দেশগুলো কাতার, সৌদি আরব এবং ইরাক তাদের নিন্দা জানিয়েছে। কাতার তার বিবৃতিতে ইসরাইলি হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর ‘একটি বিপজ্জনক আক্রমণ’ এবং আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। সৌদি আরব ও ইরাকও ইসরাইলি পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেল আবিব নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছে। ইসরাইলি আর্মি রেডিও সূত্রে জানানো হয়েছে, ২৫০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে বাশার আল-আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি, যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উৎপাদন ক্ষেত্র, ওয়্যারহাউস এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল।

গত রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের ১২ দিনের অভিযানে বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যান, যেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়। বর্তমানে তিনি মস্কোয় অবস্থান করছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert