Logo

আন্তর্জাতিক    >>   সিরিয়ায় অন্তর্বর্তী সরকার ও সংকটময় পরিস্থিতি

সিরিয়ায় অন্তর্বর্তী সরকার ও সংকটময় পরিস্থিতি

সিরিয়ায় অন্তর্বর্তী সরকার ও সংকটময় পরিস্থিতি

সিরিয়ার চলমান সংঘাতের মাঝে শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। বিরোধী গোষ্ঠীর বিদেশ শাখার নেতা হাদি আল-বাহরা বলেছেন, "দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১৮ মাসের অন্তর্বর্তী শাসন ব্যবস্থা প্রয়োজন।"

বিরোধী গোষ্ঠীর প্রস্তাবে নতুন সংবিধানের খসড়া ছয় মাসের মধ্যে প্রস্তুত করে এর উপর গণভোট আয়োজনের কথাও উল্লেখ করা হয়েছে। তবে এই সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের অভিযানের মুখে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এদিকে, বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানি দামেস্কে ঐতিহাসিক উমাইয়া মসজিদের ভেতর থেকে তার প্রথম বার্তায় বলেন, "এই বিজয় সিরীয়দের এবং সমগ্র ইসলামি জাতির। মাত্র ১১ দিনে দেশকে স্বাধীন করা সম্ভব হয়েছে। এটি একটি টার্নিং পয়েন্ট।" তার বক্তব্যে সিরীয়দের মাঝে বিজয়ের আনন্দ স্পষ্ট হয়েছে।

শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও যুক্তরাষ্ট্র সিরিয়ায় বিমান হামলা চালিয়ে উত্তেজনা বাড়িয়েছে। জঙ্গিগোষ্ঠী আইএসের অবস্থান দাবি করে মার্কিন সেনাবাহিনী সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। ইসরাইলও মার্কিন মিত্র হিসেবে দামেস্কের একটি গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে গোলান মালভূমির বড় একটি অংশ দখল করা হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিরিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে ইসরাইল রাতভর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এক যুদ্ধ পর্যবেক্ষক।

ইরান বিদ্রোহীদের প্রতি ইসরাইলের সরাসরি সমর্থনের অভিযোগ এনেছে। তেহরানের দাবি, আসাদ সরকারের পতনের পেছনে তেল আবিবের অস্ত্র ও অন্যান্য সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে "ঐতিহাসিক সুযোগ" হিসেবে উল্লেখ করেছেন। তবে সন্ত্রাসবাদ প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সক্রিয় থাকার বার্তাও দিয়েছেন।