তথ্যের গরমিল দূর করতে সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠার আহ্বান ড. ইউনূসের
- By Jamini Roy --
- 05 December, 2024
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের নাগরিকদের প্রকৃত তথ্য জানার অধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, তথ্যের গরমিল দূর করে একটি স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠা করা প্রয়োজন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, "বাংলাদেশের সকল মানুষ একটি পরিবারের সদস্য, যেখানে ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই সমান। আমাদের সংবিধান আমাদের সমান অধিকার দিয়েছে। বলার অধিকার, ধর্ম পালনের অধিকার এবং কাজ করার অধিকার—এগুলো রাষ্ট্রের নিশ্চিত করার দায়িত্ব।"
ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমাদের সমাজে অনেক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা শত্রু নই। জাতীয় পরিচয়ের ক্ষেত্রে আমরা সবাই এক। আমাদের লক্ষ্য একটাই—তথ্যভিত্তিক ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠা।"
প্রকৃত তথ্য জানার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "অনেক সময় সরকারি তথ্যের ওপর ভরসা করা কঠিন হয়ে পড়ে। তবে আমাদের সত্য জানার প্রক্রিয়া এমন হতে হবে, যেখানে কোনো তথ্য গোপন থাকবে না। যে কোনো ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব।"
সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি ধর্মীয় নেতাদের কাছ থেকে নিরাপদ তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে পরামর্শ চান। তিনি বলেন, "তথ্য সংগ্রহ করার সময় তথ্যদাতা যেন নিরাপদে থাকে তা নিশ্চিত করতে হবে।"
ড. ইউনূস বাংলাদেশের জন্য একটি নতুন মডেল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পাবে। এই নতুন বাংলাদেশের জন্য দ্রুত কাজ শুরু করতে হবে। শুধু কথা বলে বিদায় নিলে চলবে না, এটি বাস্তবায়ন করতেই হবে।"
তিনি ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তার মতে, সত্য তথ্য এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করাই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মূল ভিত্তি।