কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব: ট্রাম্পের
- By Jamini Roy --
- 05 December, 2024
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সেই রাজ্যের গভর্নর হওয়ার আহ্বান জানিয়েছেন। ঘটনাটি ঘটে গত সপ্তাহে ফ্লোরিডার মার-এ-লাগোতে এক নৈশভোজে।
ট্রুডো ট্রাম্পকে বলেন, প্রস্তাবিত ২৫% শুল্ক আরোপ করলে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। জবাবে ট্রাম্প বলেন, “তাহলে কানাডা যুক্তরাষ্ট্রে যোগ দিক, আর আপনি গভর্নর হন।”
ট্রাম্পের মন্তব্য নিয়ে বিতর্ক চলছে দুই দেশের রাজনৈতিক মহল এবং গণমাধ্যমে। ট্রাম্পের কৌতুকপ্রবণতা পুরোনো, তবে কৌতুকের আড়ালে বার্তা লুকানোর রেকর্ডও তার রয়েছে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের পেছনে বাণিজ্যিক বা রাজনৈতিক বার্তা থাকতে পারে।
- জনসংখ্যা ও আকার:
কানাডা যুক্তরাষ্ট্রে যোগ দিলে এটি হবে সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য। কানাডার বর্তমান জনসংখ্যা ৪ কোটি, যা ক্যালিফোর্নিয়ার চেয়ে বেশি। তবে আয়তনে কানাডা ক্যালিফোর্নিয়ার ২৫ গুণ বড়। - অর্থনীতি:
কানাডার অর্থনীতির আকার ২.২ ট্রিলিয়ন ডলার। এটি ক্যালিফোর্নিয়া, টেক্সাস বা নিউইয়র্ককে টেক্কা দিতে না পারলেও যুক্তরাষ্ট্রের বাকি ৪৭টি রাজ্যের চেয়ে এগিয়ে থাকবে। তবে মাথাপিছু আয় যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম।
কানাডা-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক গভীর। কানাডার ৭৫% রপ্তানি যুক্তরাষ্ট্রমুখী। সীমান্ত উঠে গেলে বাণিজ্য আরও মসৃণ হবে। তবে কানাডার অর্থনীতি পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়ায় তাদের ব্যবসায়িক স্বার্থ ঝুঁকিতে পড়তে পারে।
- স্বাস্থ্যসেবা:
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা ইন্স্যুরেন্স নির্ভর, যেখানে কানাডায় সরকার পরিচালিত। এটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলে কানাডার বাসিন্দারা এই সুবিধা হারাতে পারেন। - বন্দুক আইন:
যুক্তরাষ্ট্রে বন্দুক রাখার অধিকার সাংবিধানিক। কানাডায় বন্দুক আইন কঠোর। এই পার্থক্য দুই দেশের একীভূত হওয়ার পথে বড় বাধা।
ট্রাম্প কানাডার পণ্যে ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশেষ করে, জ্বালানি সমৃদ্ধ প্রদেশ আলবার্টার অর্থনীতি এতে বড় আঘাত পেতে পারে। আলবার্টার জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শুল্ক বাস্তবায়ন হলে কর্মসংস্থান সংকুচিত হবে এবং কানাডার মুদ্রার মান কমে যাবে।
ট্রাম্পের প্রস্তাব মজা হিসেবেই দেখছেন অনেকে। তবে কানাডার রাজনৈতিক ও ব্যবসায়িক মহল ট্রাম্পের শুল্ক হুমকিকে গুরুত্ব দিচ্ছে।