ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করলো বাংলাদেশ
- By Jamini Roy --
- 04 December, 2024
বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০১ রানে জয় পেয়েছে, যা দিয়ে শেষ হয়েছে তাদের ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। প্রথম টেস্টে বাজে হার পাওয়ার পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে এই জয় পায়, এবং এই জয়টি মেহেদী হাসান মিরাজ এর অধিনায়কত্বে প্রথম টেস্ট জয় হিসেবে তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
চক্রের শুরুতে বাংলাদেশের পারফর্মেন্সে কিছুটা ঘাটতি ছিল, তবে এবারের চক্রে তাদের সাফল্য বৃদ্ধি পেয়েছে। পূর্ববর্তী ২০১৯-২১ এবং ২০২১-২৩ চক্রে বাংলাদেশের পয়েন্ট ছিল যথাক্রমে ২০ ও ১৬, কিন্তু এই চক্রে ৪৫ পয়েন্ট নিয়ে তারা আরো ভালো অবস্থানে পৌঁছেছে, যদিও টেবিলের ৮ নম্বরে রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয় বাংলাদেশের জন্য বড় অর্জন এবং তাদের জন্য একটা শান্তির মুহূর্ত।
এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপ এর টেবিলে ৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ, তবে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলবে এবং সেখান থেকে তারা যদি ভালো ফলাফল পায়, তাহলে বাংলাদেশকে পেছনে ফেলে দিতে পারে।
বাংলাদেশের ২০২৩-২৫ চক্রের শেষ ম্যাচে জয়টি তাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে। ১২ ম্যাচে তাদের ৪ জয় ও ৮ হার রেকর্ড হলেও, তারা ঘরের মাঠে নিউজিল্যান্ড এর বিরুদ্ধে জয় পেয়েছিল এবং বাইরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে জয় পেয়েছে। সিরিজে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে মিরাজ দলের নেতৃত্বে জয় পেয়ে নিজেদের প্রতিভা প্রমাণ করেছে।
অধিনায়ক হিসেবে মিরাজ তার অভিজ্ঞতা দিয়ে দলকে সঠিক পথ দেখিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ইতিবাচক ব্যাটিংয়ের জন্য খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন তিনি। ম্যাচ শেষে তিনি জানান, ‘‘এটা আমার জন্য একটি বড় অর্জন, বিশেষ করে প্রথম অধিনায়কত্বে এই জয় পেয়ে।’’
তিনি আরও বলেন, ‘‘খেলোয়াড়দের ইতিবাচক মনোভাবের কারণে আমরা জয় পেতে সক্ষম হয়েছি। আমি তাদের বলেছিলাম, এই উইকেটে শুধু ইতিবাচক চিন্তা করেই খেলা সম্ভব হবে।’’ মিরাজের এই নেতৃত্বকে প্রশংসা করেছেন দলের অন্য সদস্যরা।
এই জয়ের পর, বাংলাদেশের পরবর্তী লক্ষ্য এখন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। ৮ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে, যেখানে টাইগাররা তাদের সেরা ফর্মে ফিরতে চায়।