Logo

সাহিত্য সংস্কৃতি    >>   এস্টোরিয়ায় ওয়েলফেয়ার সোসাইটির থ্যাংকস গিভিংস ডে’র ফ্রি হালাল চিকেন-সবজি বিতরণ

এস্টোরিয়ায় ওয়েলফেয়ার সোসাইটির থ্যাংকস গিভিংস ডে’র ফ্রি হালাল চিকেন-সবজি বিতরণ

এস্টোরিয়ায় ওয়েলফেয়ার সোসাইটির থ্যাংকস গিভিংস ডে’র ফ্রি হালাল চিকেন-সবজি বিতরণ

নিউইয়র্কের এস্টোরিয়ায় থ্যাংকস গিভিংস ডে উপলক্ষ্যে উপহার হিসেবে সর্বসাধারণের মধ্যে ফ্রি হালাল চিকেন ও সবজি বিতরণ করা হয়েছে। এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক এর উদ্যোগে এ্যানথ্যাম এর সহযোগিতায় মঙ্গলবার বিকেলে ৩৬ এভিনিউতে প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এ উপহার তুলে দেওয়া হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নাজমুল হুদা, এস্টোরিয়াস্থ এপোলো ইন্সুরেন্স এন্ড ব্রোকারেজ এর প্রেসিডেন্ট শমশের আলী, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ জুয়েল, সম্ভাব্য পাবলিক এডভোকেট পদপ্রার্থী মার্টিন দোলেন, এ্যানথ্যাম এর কর্মকর্তা উইন্ডি ডোমিঙ্গাস, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন, উপদেষ্টা সালেহ চৌধুরী, সাহেদ চৌধুরী, সৈয়দ মামুন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সোসাইটির সদস্য পযছল আহমেদ,আবু সোলেমান, আনোয়ার হোসেন, মো. নূরুল হক, আব্দুর রশিদ, সাব্বির আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট রিনা ,আল আমিন , জয়নাল আবেদিন, আজমল খান .আজিজুল হক স্বপন, মো : শরিফুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ।


হালাল চিকেন বিতরণের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নাজমুল হুদা  এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সামাজিক কর্মকান্ডের প্রসংশা করেন। তিনি বলেন, কমিউনিটির সেবায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে টাইম টেলিভিশনের সিইও আবু তাহের বলেন, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি নিউইয়র্কে কমিউনিটি সেবায় অনন্য ভূমিকা পালণ করে যাচ্ছে। তাদের কার্যক্রম ইতোমধ্যে বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার দৃষ্ঠি আকর্ষন করেছে। 


সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন আগামী বড়দিনে উপলক্ষে শিশুদের মধ্যে খেলনা বিতরণ কর্মসূচি পালণের ঘোষনা দেন। তিনি বলেন, নিউইয়র্কে কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অতীতের মত ভবিষ‍্যতেও সচেষ্ঠ থাকবে ।