লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন: ইসরাইল-হিজবুল্লাহর সংঘর্ষে নিহত ১১
- By Jamini Roy --
- 03 December, 2024
লেবাননে যুদ্ধবিরতির মাঝেও রক্তপাত থামেনি। সোমবার (২ ডিসেম্বর) ইসরাইলের বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন মারা যান প্রথম দফার হামলায়, আর বাকি ৯ জন মারা যান পরবর্তী আক্রমণে। আহত হয়েছেন আরও অনেক। আলজাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সংঘর্ষের নানা দিক।
লেবাননের বুরগাজ এবং ইয়ারুন শহরের উপকণ্ঠে ইসরাইলের যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। হিজবুল্লাহ এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে উল্লেখ করে সতর্কীকরণ গুলি ছোড়ে। এর পরেই ইসরাইলি সামরিক বাহিনী ব্যাপক আক্রমণ চালায়। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামোগুলো লক্ষ্য করে কঠোর জবাব দিয়েছে।
গেল ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তিতে উভয়পক্ষকে সামরিক অভিযান থেকে বিরত থাকার শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এই চুক্তি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সতর্কীকরণ গুলির কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিরক্ষামন্ত্রী কাটজ লিখেছেন, "হিজবুল্লাহর প্রতিটি হামলার জবাব দেওয়া হবে কঠোরভাবে।"
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, "ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।"
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে চলা সংঘাতের অবসান চেয়ে বিশ্ব সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত যদি এভাবে বাড়তে থাকে, তবে আঞ্চলিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।
লেবাননে এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন। নয়তো সংঘাত আরও ভয়াবহ আকার নিতে পারে।