ডা. শফিকুর রহমান: "দেশের বিভক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রয়োজন"
- By Jamini Roy --
- 30 December, 2024
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “একদল ষড়যন্ত্রকারী দেশের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে, যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।” তিনি আরও বলেন, "দুনিয়ার বুকে এমন কোন জাতি নেই যারা বিভক্ত হয়ে সম্মান বা মর্যাদা লাভ করতে পেরেছে, বা উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছে।"
তিনি উল্লেখ করেন, “আমরা এই বিভক্তির কবর রচনা করতে চাই, কারণ এদেশে মাইনোরিটি বা মেজরিটি বলে কিছু নেই। সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।” ডা. শফিকুর রহমান বলেন, “এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। দেশের বিরুদ্ধে হাজারও ষড়যন্ত্র হচ্ছে, তবে এই ষড়যন্ত্র ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত শক্ত হাতে রুখে দিবে।”
ডা. শফিকুর রহমান সোমবার (৩০ ডিসেম্বর) দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, “আমাদের দেশ অপার সম্ভাবনাময়। কিন্তু কেন এর মধ্যে নানা সমস্যা রয়েছে? এর কারণ হচ্ছে, যারা এর আগে দেশ পরিচালনা করেছে তারা জনগণের সম্পদ চুরি করেছেন এবং বাইরের দেশে পাচার করেছেন।”
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, “বিগত ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে। আগে তারা টাকা পাঠিয়ে দিয়েছে, পরে তারা নিজেরাও পালিয়ে গেছে। যারা দেশের প্রতি ভালোবাসা রাখে, তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না।”
তিনি বলেন, “বিগত সরকার একে একে জামায়াতে ইসলামের শীর্ষ ১১ জন নেতাকে হত্যা করেছে, তবে জামায়াতের কেউ পালিয়ে যায়নি।” তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের জন্য মুক্তি এবং স্বাধীনতা এসেছে। এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারেন। আগের মতো আতঙ্কের পরিবেশ নেই।”
এদিনের পথসভায় জামায়াতের জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভা শেষে জামায়াতের আমির জামায়াত নেতা বীরগঞ্জের দোলুয়া গ্রামে মরহুম খোদা বক্সের মাজার জিয়ারত করেন। সভাটি ধীরে ধীরে একটি জনসভায় রূপ নেয়, যেখানে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামাতের নেতাকর্মীরা অংশ নেন।