প্রধান উপদেষ্টার নির্দেশ: অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে
- By Jamini Roy --
- 30 December, 2024
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাঠ প্রশাসনকে ‘অভ্যুত্থানের চেতনায়’ কাজ করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা রাখতে হবে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় কমিশনারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় ঢাকাসহ দেশের সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা অংশগ্রহণ করেন।
ড. ইউনূস বলেন, বিভাগীয় কমিশনারদের উচিত নিজেদের জেলার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সক্রিয়ভাবে কাজ করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। তিনি আরও বলেন, “এটি একটি প্রতিযোগিতামূলক কার্যক্রম হতে হবে, যা দেশের সব অঞ্চলে সমানভাবে প্রয়োগ হবে।”
সভায়, প্রধান উপদেষ্টা মাঠ প্রশাসনকে জেলা পর্যায়ে সব প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন যে, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার এবং তাদেরই উচিত সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা।
ড. ইউনূস পুলিশের প্রতি এক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন, যেখানে তিনি বলেন, পুলিশ বাহিনীর মধ্যে যারা অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানের চেতনায় পুলিশ বাহিনীকে কাজ করতে হবে, যাতে জনগণের মধ্যে বিশ্বাস এবং শৃঙ্খলা বজায় থাকে।
এছাড়া, নতুন শিক্ষাবর্ষের শুরুর দিকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের প্রক্রিয়াও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালিত হবে বলে তিনি নিশ্চিত করেন।
এই মতবিনিময় সভায় ড. ইউনূস মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং শৃঙ্খলিত কাজের মাধ্যমে সরকারকে তার লক্ষ্য পূরণে সহায়তা করার আহ্বান জানান।