আইপিএল নিলামে পন্তের দামে নতুন রেকর্ড
- By Jamini Roy --
- 24 November, 2024
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর বসতে যাচ্ছে ২০২৫ সালে। সেই আসর সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় আয়োজন করা হয়েছে মেগা নিলাম। রোববার (২৪ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনের এই নিলামে ৫৭৭ জন ক্রিকেটারকে তোলা হচ্ছে, যার মধ্যে রয়েছেন ১২ জন বাংলাদেশি। নিলামের প্রথম দিনেই বেশ কিছু বড় চমক দেখা গেছে। রিশাভ পন্ত, শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চাহালসহ তারকাদের নিয়ে দলগুলো ব্যস্ত সময় কাটিয়েছে।
দামের দিক থেকে এবারের নিলামে সবচেয়ে আলোচিত নাম রিশাভ পন্ত। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়ে আইপিএল ইতিহাসে দামের নতুন রেকর্ড গড়েছে। এর আগে, নিলামের শুরুতে শ্রেয়াস আইয়ার ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে যোগ দিয়ে রেকর্ড গড়েছিলেন। তবে মাত্র ২০ মিনিটেই আইয়ারকে পেছনে ফেলে পন্ত হয়ে যান আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়।
নিলামে পন্তকে নিয়ে শুরু থেকেই আগ্রহ ছিল লক্ষ্ণৌর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদও তাকে কেনার প্রতিযোগিতায় যোগ দেয়। তবে লক্ষ্ণৌর ২৭ কোটি রুপির বিডের পর আর কেউ তাকে ছাড়িয়ে যেতে পারেনি। দিল্লি ক্যাপিটালস আরটিএম (পুরনো খেলোয়াড় ধরে রাখার সুবিধা) কার্ড ব্যবহার করলেও শেষ পর্যন্ত পন্তের জন্য এত বড় অঙ্ক খরচ করতে রাজি হয়নি।
কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবার পাঞ্জাব কিংসে জায়গা পেয়েছেন। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব। এই অঙ্ক আইপিএলের ইতিহাসে একসময় সর্বোচ্চ ছিল, তবে তা টিকেছিল মাত্র ২০ মিনিট।
ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবার পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন ১৮ কোটি রুপিতে। তিনি আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দামের খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন। লোকেশ রাহুল, যিনি গত মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন, এবার ১৪ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন।
অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮ কোটি ৭৫ লাখ রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে দলে নিয়েছে। আর ৭ মৌসুম রাজস্থান রয়্যালসে খেলার পর জস বাটলার এবার গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন। তার দাম উঠেছে ১৫ কোটি ৭৫ লাখ রুপি।
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক গত মৌসুমে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়েছিলেন। তবে এবারের নিলামে তার দামে বড় পতন হয়েছে। দিল্লি ক্যাপিটালস তাকে কিনেছে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে।
ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের জন্য ১২ কোটি ২৫ লাখ রুপি খরচ করেছে গুজরাট টাইটান্স। ছয় মৌসুম পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে গুজরাটে পাড়ি দিয়েছেন তিনি।
আর্শদীপ সিং প্রথম খেলোয়াড় হিসেবে নিলামে ওঠেন। তাকে ১৮ কোটি রুপিতে পুনরায় দলে নিয়েছে পাঞ্জাব কিংস। মোহাম্মদ শামি ১০ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন।
এবারের নিলামে নতুন রিটেনশন নিয়ম চালু হওয়ায় দলগুলো তাদের পুরোনো স্কোয়াড থেকে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস সর্বোচ্চ ছয়জনকে ধরে রেখেছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস রেখেছে চারজন এবং পাঞ্জাব কিংস রেখেছে মাত্র দুইজন।
আইপিএলের ১৮তম আসরের এই মেগা নিলামে তারকা ক্রিকেটারদের দলবদল, চমকপ্রদ দাম এবং নতুন রেকর্ডগুলো নিয়ে ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে।