গাজার জিম্মিদের মুক্তিতে পুরস্কার ও নিরাপত্তার প্রতিশ্রুতি
- By Jamini Roy --
- 20 November, 2024
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে আটক থাকা জিম্মিদের মুক্ত করতে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। প্রত্যেক জিম্মি ফিরিয়ে আনলে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে যারা বন্দিদের মুক্ত করতে সহযোগিতা করবে, তাদের ও তাদের পরিবারকে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) গাজায় এক সংক্ষিপ্ত সফরে গিয়ে নেতানিয়াহু এ ঘোষণা দেন। তিনি বলেন, “যারা গাজার এই দুর্দশাগ্রস্ত পরিস্থিতি থেকে মুক্তি চান, তাদের উদ্দেশে বলছি, আমাদের কাছে বন্দিদের এনে দিন। আমরা আপনাদের ও আপনাদের পরিবারের জন্য নিরাপদে বেরিয়ে যাওয়ার পথ দেখাব। প্রতিটি জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেওয়া হবে।” তিনি আরও বলেন, “পছন্দ আপনাদের, কিন্তু ফলাফল একটাই। আমরা আমাদের মানুষকে ফিরিয়ে আনব।”
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় হামাসের হাতে এখনও ১০১ জন বন্দি রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, তাদের এক-তৃতীয়াংশ ইতোমধ্যেই মারা গেছেন। জিম্মিদের পরিবারের সদস্যরা ও সমর্থকরা এ নিয়ে ইসরায়েলে প্রতিদিনই প্রতিবাদ-বিক্ষোভ করছেন। তাদের দাবি, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে প্রিয়জনদের মুক্তি নিশ্চিত করেন।
গাজা সফরে গিয়ে নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর গাজার শাসন ক্ষমতায় থাকবে না। তিনি দাবি করেন, “ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। আমরা গাজার ভবিষ্যৎ সুরক্ষার জন্য যা করা প্রয়োজন, তা করব।”
রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু সতর্ক করে বলেন, “যে কেউ আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবে, তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা তাকে খুঁজে বের করব এবং শাস্তি দেব।” এই বার্তা তিনি গাজা সফরের সময় রেকর্ড করেন। সফরে তার সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানও উপস্থিত ছিলেন।